Wednesday, June 26

২০১২ সালে ভারতে এক লাখ ৩৬ হাজার মানুষ আত্মহত্যা করেছে : রিপোর্ট

ঢাকা : সাম্প্রতিক এক রিপোর্টে দেখা গেছে গত বছর ভারতে আত্মহত্যা করেছে এক লাখ ৩৫ হাজার মানুষ। দেশটির জাতীয় ক্রাইম রেকর্ড ব্যুরো- এনসিআরবি এ জরিপ প্রকাশ করেছে।

এ রিপোর্টে ভারতের পশ্চিমবঙ্গের ১৪ হাজার ৯৫৭ জন আত্মহত্যাকারীর সংখ্যা তালিকাভুক্ত হয়নি। ওই অঞ্চলে ৭৯ হাজার ৭৭৩ জন পুরুষ ও ৪০ হাজার ৭১৫ জন মহিলা গত বছর আত্মহত্যার চেষ্টা করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

জরিপের তথ্য থেকে দেখা যায়, প্রতি এক লাখ জনগোষ্ঠীর মধ্যে ১১.২ জন আত্মহত্যা করেছে। সে হিসেবে দেশটিতে প্রতি ঘণ্টায় ১৫ জন অর্থাত দিনে ৩৭১ জন আত্মহত্যা করছে। প্রতিদিন ২৪২ জন পুরুষ ও ১২৯ জন নারী দেশটিতে আত্মহত্যা করেন।

আত্মহত্যার দিক থেকে শীর্ষে রয়েছে ভারতের তামিল নাড়ুর ১৬ হাজার ৯২৭ জন। এরপর মহারাষ্ট্রে ১৬ হাজার ১১২ জন। তৃতীয় অবস্থানে রয়েছে অন্ধ্র প্রদেশের ১৪ হাজার ৩২৮ জন।

পারিবারিক সমস্যার জের ধরে প্রতিদিন দেশটিতে ৮৪ জন আত্মহত্যা করে বলে জানিয়েছে এনসিআরবি। সামাজিক ও আর্থিক সমস্যার কারণে পুরুষদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি। আর বিবাহিত পুরুষদের মধ্যে ৭১.৬ শতাংশ ও বিবাহিত নারীদের হার ৬৭.৯ শতাংশ।

প্রতি ছয় জনের মধ্যে এক জন গৃহবধূ আত্মহত্যা করে বলে জানিয়েছে সংস্থাটি।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়