Thursday, June 27

ঝিনাইদহে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঝিনাইদহ: তথ্যমন্ত্রীর বাসায় কথিত বোমা হামালার সঙ্গে ছাত্রদলকে জড়িয়ে ডিবি পুলিশের বক্তব্যের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শহরের শেরে বাংলা সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে জেলা বিএনপি কার্যালয় চত্বরে সমাবেশ করে ছাত্রদল নেতাকর্মীরা। জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আননের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আবুল বাশার বাঁশি, মোজাম্মেলল হক, সাইফ মাহমুদ মামুন ও মোস্তাক আহমেদ। বক্তারা বলেন, এই সরকার নিজেদের ব্যর্থতার দায়ভার ও চলমান আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য তথ্য মন্ত্রীর বাসায় বোমা হামলার নাটক সৃষ্টি করে ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুন্নের অপচেষ্টা করছে। নেতৃবৃন্দ অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যহারের দাবি জানান।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়