Wednesday, June 26

এক স্বামী দুই রেখার

ঢাকা : ভারতে দুই রেখার এক স্বামী। রহস্য উপন্যাসের মতো ঘটে গেছে এ কাহিনী। জয়পুরের উদয়পুরে একই যুবককে ভালবাসতো রেখা নামের দুই যুবতী। তাদের দু’জনেরই বয়স ২৫ বছর। তারা একটি উপজাতি গোষ্ঠীর। উদয়পুর থেকে ৫০ কিলোমিটার দূরে মাকাদেব নামের মন্দিরে উপস্থিত হয়ে তারা ওই যুবককে বিয়ে করেছে। শনিবারের এ কাহিনী   
নিয়ে চলছে তোলপাড়। এর কারণ, দু’জন কনের নামই রেখা। তারা একই ব্যক্তিকে ভালবাসে। কেন তারা দু’জনে এক যুবককে বিয়ে করতে গেল? যুবকের নাম ভগবতী লাল। তিনি স্থানীয় উপজাতি গোষ্ঠীর এক গ্র্যাজুয়েট। পাশের চাতরপুরা গ্রামের রেখা কুমারী নামের এক যুবতীর সঙ্গে তার চার বছর ধরে প্রেম চলছিল। তারা ঘন ঘন দেখাসাক্ষাৎ করতো। গ্রামের সবাই তাদের এ সম্পর্কের কথা জানে। ওই গ্রামের রামবীর বলেন, তারা মনে করেছিলেন রেখা কুমারীর সঙ্গে ভগবতী লালের শিগগিরই বিয়ে হতে চলেছে। কিন্তু এখন থেকে ছয় মাস আগে ভগবতীর ভাগ্যে জুটে যায় আরেক নারী। তার বাড়ি পাশের গ্রামের নাড়িতে। তার নামও রেখা। এ অবস্থায় ভগবতী লাল উভয় সঙ্কটে পড়ে যায়। তার মনে হতে থাকে তিনি পরের রেখাকেও ভালবাসেন। যখন রেখা কুমারী এ কথা জানতে পারে তখনই সে ভগবতী লালকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করে। এ অবস্থায় ভগবতী লাল দ্বিধান্বিত হয়ে পড়েন। তিনি দু’যুবতীকেই মুখোমুখি দাঁড় করানোর সিদ্ধান্ত নেন। সেখানেই ঈর্ষান্বিত হয়ে তারা কেউ কাউকে ছাড় দিতে রাজি হননি। ভগবতী লালকে স্বামী হিসেবে পেয়ে যাবেন রেখা কুমারী এ কথা মেনে নিতে পারছিলেন না রেখা। অন্যদিকে রেখাকেও ছাড় দিতে নারাজ রেখা কুমারী। ফলে বাধ্য হয়ে দু’জনেই সিদ্ধান্ত নিয়ে নেন তারা দু’জনেই ভগবতী লালকে বিয়ে করবেন। শেষ পর্যন্ত হলোও তাই। ভগবতীর বোন সাংনা দেবী বলেছেন, ওই দু’যুবতীই একসঙ্গে একই মন্দিরে গিয়ে তার ভাইকে বিয়ে করার সিদ্ধান্ত নেন।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়