Thursday, June 13

বুলবুলকে ‘রাজাকারের সন্তান’ বললেন মুক্তিযোদ্ধারা

রাজশাহী: রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে ১৮ দলীয় জোটের মেয়র প্রার্থী, মহানগর যুবদলের আহবায়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোছাদ্দেক হোসেন বুলবুলকে ‘রাজাকারের সন্তান’ হিসেবে উল্লেখ করে তাকে নির্বাচনে প্রত্যাখ্যান করার আহবান জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের রাজশাহী মহানগর ইউনিট কমান্ড। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় রাজশাহী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহবান জানানো হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহবায়ক ডা. মোঃ আব্দুল মান্নান। সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ১৮ দলীয় জোটের প্রার্থী মোছাদ্দেক হোসেন বুলবুল একজন ‘রাজাকারের সন্তান’। তার বাবা ডা. আব্দুর রশিদ মুক্তিযুদ্ধ চলাকালে শান্তি কমিটির একজন সক্রিয় নেতা ছিলেন। বুলবুলের বাবা ডা. রশিদ মুক্তিযুদ্ধ চলাকালে ডা. আব্দুল মজিদ, আবদুর রহমান, মাওলানা আব্দুল আজিজ, আব্দুস কুদ্দুস সরকারের যোগসাজশে পুঠিয়ায় সাধারণ মানুষের ঘরবাড়ি ধবংস, লুটতরাজ, অগ্নিসংযোগ ও হত্যাকান্ডের মতো মানবতারিরোধী অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আব্দুল মান্নান বলেন, এটা নির্বাচনের কোনো ইস্যু নয়। মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল ইসলাম খোকা বুধবার বুলবুলের বাবা আব্দুর রশিদকে মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে দাবি করে তার পক্ষে ভোট চাওয়ায় প্রকৃত সত্যটি উপস্থাপন করলাম। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিনাতুন্নেসা তালুকদার, মুক্তিযোদ্ধা মীর ইকবাল, অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, শফিকুর রহমান রাজা, ফরহাদ আলী মিয়াসহ আরও অনেক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়