Thursday, June 27

শান্তি চুক্তি বাস্তবায়নে প্রধান অন্তরায় বিএনপি-জামায়াত : মেনন

ঢাকা : ক্ষমতাসীন জোটের অন্যতম শরিক ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি বাস্তবায়নে প্রধান অন্তরায় বিএনপি-জামায়াত।

আজ বৃহস্পতিবার সিরডাপ মিলনায়তনে ‘ন্যাশনাল হিউম্যান রাইটস’ আয়োজিত এক সেমিনারে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, বর্তমান সরকারই পার্বত্য অঞ্চলে শান্তি চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারে। বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে এ সমস্যা আরও বাড়বে।

মেনন বলেন, ‘আদিবাসীদের সাংবিধানিক অধিকার বাদ দিয়ে পার্বত্য সমস্যার সমাধান হবে না।’

‘কয়েকটি ধারা বাস্তবায়ন নয়’ পার্বত্য অঞ্চলের মূল সমস্যা সমাধানে আর্ন্তজাতিক দৃষ্টিকোণ থেকে না দেখারও আহ্বান জানান তিনি।

সেমিনারে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়্যারম্যান মিজানুর রহমানসহ বিভিন্ন মানবাধিকার সংস্থার সঙ্গে যুক্ত পাহাড়িরা উপস্থিত ছিলেন।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়