নিজস্ব প্রতিবেদক:কানাইঘাট ডাঃ মুজম্মিল আলী ওয়েলফেয়ার ট্রাষ্টের ২০১২’র ৬ষ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান আজ বুধবার বিকাল ৩টায় কানাইঘাট বড়দেশ উচ্চ বিদ্যালয় মিলনায়তন হলে অনুষ্ঠিত হয়। ট্রাষ্টের উপদেষ্টা মন্ডলীর সদস্য বাণীগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদের সভাপতিত্বে ও ট্রাষ্টের সচিব মখলিছুর রহমানের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাণীগ্রাম ইউপির চেয়ারম্যান সাহাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন গাছবাড়ী জামিউল উলুম কামিল মাদ্রাসার সাবেক অধ্য মাওলানা আব্দুর রহিম, কানাইঘাট ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফরিদ আহমদ, প্রভাষক দেলোয়ার হোসেন, বড়দেশ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাষ্টার শহীদ আহমদ, বড়দেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন, আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল আমিন। স্বাগত বক্তব্য রাখেন বড়দেশ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজ উদ্দিন, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ আলী প্রমুখ। এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিকমন্ডলীর উপস্থিতিতে উপজেলার সকল উচ্চ মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৭ম ও ৪র্থ শ্রেণীর ৫৮জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে অতিথিবৃন্দ নগদ বৃত্তি ও সনদ প্রদান করেন। উল্লেখ্য যে, বড়দেশ গ্রামের বিশিষ্ট সমাজসেবী প্রয়াত ডাঃ মুজম্মিল আলীর পুত্র যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ইকবাল আহমদ পিতার নামে ট্রাষ্ট গঠন করে বিগত ৬ বছর ধরে এলাকার শিক্ষার্থীদের মেধা বিকাশে বৃত্তিপ্রদানের পাশাপাশি এলাকার শিক্ষার প্রসার-প্রচার ও সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
শিক্ষাঙ্গন
সর্বশেষ সংবাদ
সারাদেশ

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়