Wednesday, May 8

কানাইঘাটে শান্তিপূর্ণভাবে প্রথম দিনের হরতাল পালিত

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটে বিক্ষিপ্ত উত্তেজনার মধ্য দিয়ে বিরোধী দলীয় জোটের টানা ৩৬ঘন্টার হরতালের প্রথম দিন শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। হরতালের সমর্থনে ভোর থেকে বিএনপি ও সহযোগী সংগঠন এবং জামায়াত শিবিরের নেতাকর্মীরা পৌর শহরসহ বিভিন্ন স্থানে পিকেটিং ও মিছিল করে। সকাল সাড়ে ১১টায় কানাইঘাট বাজারে বিএনপি হরতালের সমর্থনে মিছিল বের করলে কিছু পিকেটাররা একটি ঔষধ কোম্পানীর গাড়ীর গ্লাসে আঘাত করলে উত্তেজনার সৃষ্টি হলে বাজারে পুলিশ মোতায়েন করা হয়। যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা গাড়িতে হামলার ঘটনায় হরতালের বিপে মিছিলের প্রস্তুতি নিলে হরতালকারীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান, আ’লীগ নেতা নজির উদ্দিন প্রধান, ও জেলা যুবলীগের সদস্য আব্দুল হেকিম শামীম, পৌর যুবলীগের আহ্বায়ক এনামুল হক ও বিএনপির নেতৃবৃন্দের হস্তেেপ কোন ধরনে অপ্রীতিকর ঘটনা ঘটেনি। হরতালের সমর্থনে পূর্ব বাজারে পথসভায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা আজির উদ্দিন ভেড়া, আলমাছ উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাউন্সিলার শরিফুল হক, থানা যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান, যুগ্ম আহ্বায়ক মামুন রশিদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, রাশিদুল হাসান টিটু, থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদ, যুবদল নেতা ওয়াসিম, আফতাব উদ্দিন, আজির, ডালিম, শ্রমিকদল নেতা এবাদুর রহমান, শরিফ উদ্দিন, বিলাল, থানা ছাত্রদল নেতা খছরুজ্জামান পারভেজ, আমিনুল ইসলাম, দেলোওয়ার, রিয়াজ, বদরুল, বিজয় দাস প্রমুখ। অপরদিকে বেলা ১২টায় বিএনপির অপর অংশের সভাপতি আব্দুল লতিফের নেতৃত্বে হরতালের সমর্থনে বাজারে আরেকটি মিছিল বের হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়