Wednesday, May 8

১৮ দলীয় জোটের হরতাল চলছে

ডেস্ক নিউজ -ঢাকা: আঠারো দলীয় জোটের হরতাল চলছে। বুধবার সকাল ছ’টায় শুরু হওয়া এ হরতাল সন্ধ্যা ছ’টা পর্যন্ত একটানা চলার পর ১২ ঘণ্টা বিরতি দিয়ে ফের বৃহস্পতিবার সকাল ছ’টা সন্ধ্যা ছ’টা পর্যন্ত চলবে।

হেফাজতে ইসলামের ওপর হামলা ও বিরোধী দলীয় নেতাকর্মীদের নির্যাতনের অভিযোগে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ও সরকারের পদত্যাগের দাবিতে গত সোমবার রাতে এ হরতাল ডাকে ১৮ দল।

এ হরতালে সমর্থন দেয় হেফাজতে ইসলাম।

গত রোববার রাজধানীতে হেফাজতের ব্যাপক তাণ্ডবের পর এ হরতালকে ঘিরে দেশের গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাগুলো বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে।

বুধবার ভোর ৫টা থেকেই রাজধানীর গুলশান এলাকার নতুনবাজার, বাড্ডা, রামপুরা, মালিবাগ, মৌচাক, শান্তিনগরমোড়, কাকরাইল, নয়াপল্টন, ব্যাংকপাড়া মতিঝিল, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, খিলগাঁও এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

হরতালের কারণে যানচলাচল তুলনামূলক কম।

রাজপথে বিজিবি

১৮ দলীয় জোটের হরতালে নাশকতা ঠেকাতে রাজধানীতে ৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জে মোতায়েন করা ৫ প্লাটুন বিজিবি প্রত্যাহার করা হয়নি। মঙ্গলবার রাত ৮টা থেকে রাজধানীর রাজপথে টহল দিচ্ছে বিজিবি সদস্যরা।

রাজধানীর স্পর্শকাতর এলাকা হিসেবে পরিচিত বারিধারা কূটনৈতিক এলাকা, সংসদ ভবন, সচিবালয়, প্রগতি সরণী, ফার্মগেট ও উত্তরা এলাকায় বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে বিজিবি’র সদস্যরা অবস্থান করছেন।

হরতাল পূর্ব সহিংসতা

বিরোধী দলের হরতালের আগের রাতে রাজধানীর কয়েকটি স্থানে সহিংসতার খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাত ৭টা ৫০ মিনিটের দিকে পান্থপথে দু’টি কটটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে।

এর আগে, বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত গায়েবানা জানাজা শেষে একটি মিছিল থেকে কিছু উচ্ছৃঙ্খল কর্মী একটি মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয়।

এছাড়া গাড়িতে আগুন দেওয়া হয় তেজগাঁওয়ের কলোনিবাজারে।

মঙ্গল-বুধের পর রোববারও হরতাল

ঢাকায় ব্যাপক সহিংসতার পর আগামী রোববার (১২ মে) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে হেফাজতে ইসলাম। একইসঙ্গে ১৮ দলীয় জোটের ডাকা বুধ ও বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতালেও সমর্থন দিয়েছে সংগঠনটি। মঙ্গলবার হাটহাজারীর দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক আশরাফ আলী নিজামপুরী এ কর্মসূচি ঘোষণা করেন।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়