Tuesday, May 14

সংকট উত্তরণে স্পিকার ভূমিকা রাখতে পারবেন

ঢাকা : জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে নিরপেক্ষ ব্যক্তি হিসাবে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ভূমিকা রাখতে পরবেন। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সরকার ও বিরোধী দলের মধ্যে সংলাপ অনুষ্ঠানের বিষয়ে তিনি স্পিকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে স্পিকারের সাথে সৌজন্য সাক্ষাত করে তিনি এ আহ্বান জানান। স্পিকারের কার্যালয়ে বৈঠক শেষে ড. মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, সংসদীয় গণতন্ত্রে অগ্রযাত্রা অব্যাহত রাখতে গ্রহণযোগ নির্বাচনের কোন বিকল্প নেই। আর সে জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমেই রাজনৈতিক সংকটের সমাধান করতে হবে। সংকট নিরসনে এখনই প্রক্রিয়া শুরু করা উচিত। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক সহিংসতা মোকাবেলায় জনগণের অধিকার বাস্তবায়ন করার বিকল্প নেই। এই দৃষ্টিকোণ থেকে খোলা মন নিয়ে সংলাপে বসলে সমাধান বেরিয়ে আসবে।

এ ব্যাপারে স্পিকারের অবস্থান সম্পর্কে তিনি বলেন, সরকারের দিক থেকে যা করা হয়েছে, তাতে শর্তহীন আলোচনার পথ উন্মুক্ত হয়েছে বলে স্পিকার মনে করেন। স্পিকার আশা করেন বিরোধী দল এই সুযোগটি সদব্যবহার করলে অতি দ্রুতই একটি পরিণতি হবে বলে। আর দু'টি দল সম্মত হলে স্পিকার হিসাবে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছেন।(ডি নিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়