Saturday, May 4

হেফাজতের অবরোধে সতর্ক অবস্থানে থাকবে আওয়ামী লীগ

ঢাকা: হেফাজতে ইসলাম কর্মসূচির নামে যাতে কোনো ধরনের নৈরাজ্য বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পরে, সেজন্য সতর্ক অবস্থানে থাকবে ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা।  তবে যে সব স্থানে হেফাজতে ইসলাম কর্মসূচি পালন করবে সেসব স্থান বাদ দিয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেবে তারা।
শনিবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় নগর সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এ কথা বলেন।
নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে বর্ধিত সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম মিলন প্রমুখ বক্তব্য রাখেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, “হেফাজতে ইসলাম যদি কর্মসূচির নামে মানুষ হত্যার চেষ্টা করে তবে তাদের মোকাবিলা করবে জনগণ। আর আওয়ামী লীগ জনগণের সঙ্গে থেকে সাহায্য করবে।”
বিরোধী দলীয় নেতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, “হুমকি-ধামকি দিয়ে আওয়ামী লীগ সরকারের কাছ থেকে কোনো দাবি আদায় করতে পারবেন না। আপনি আলোচনায় আসুন। ঘরে বসে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসা যায় না। আর আলোচনা কোনো শর্ত দিয়ে হয় না। খোলা মন নিয়ে আলোচনায় আসুন।” সূত্র: বাসস(বাংলাপোষ্ট২৪)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়