Wednesday, May 8

এক ঘণ্টার জন্য হাসপাতালে সোহেল রানা

ঢাকা: রানা প্লাজার মালিক সোহেল রানাকে পুলিশ হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর সন্ধ্যা ৭টা ১১ মিনিটে তাকে নিয়ে বেরিয়ে যায় পুলিশ। 

বুধবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সোহেল রানাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

ডিবি দক্ষিণের এসআই আবুল বাশার বলেন, “সোহেল রানা অসুস্থ অনুভব করলে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে তাকে জরুরি বিভাগ নেয়া হয়। জরুরি বিভাগের ডাক্তার তাকে ১১২ নম্বর ওয়ার্ডে রেফার করা করেন।”

হাসপাতাল সূত্রে জানা যায়, রানার আগে কিছু বদ অভ্যাস ছিল।ফলে তার বুকে কিছু কাশি হয়। এ বদঅভ্যাসগুলো বন্ধ হওয়ার কারণে সোহেল রানা ঠিকমতো ঘুমাতে পারছিলেন না এবং বুকে ব্যথা অনুভব করছিল। তাই পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। এক্স-রে ও ইসিজি পরীক্ষার রিপোর্ট ভালো এসেছে।

উল্লেখ্য, ২৮ এপ্রিল রানা প্লাজার মালিক সোহেল রানা বেনাপোলে র‌্যাবের হাতে গ্রেফতার হন।

২৯ এপ্রিল তাকে আদালতে হাজির করলে আদালত দুই মামলায় ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সিলেটের আলাপ.কম

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়