Friday, April 26

আইফোনে ফেসবুক ‘চ্যাট হিডস’ অ্যাপ

এবারে আইফোন এবং আইপ্যাডের জন্য ফেসবুক চ্যাট নিয়ে এল ফেসবুক। শুধু অ্যানড্রইড ঘরানা নয়, বরং অ্যাপল ঘরানার ভোক্তাদের লাইভ চ্যাট সুবিধা নিশ্চিত করতেই এ অ্যাপ তৈরি করেছে ফেসবুক। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য দিয়েছে।

এ অ্যাপের মাধ্যমে কাজের সময়েও ফেসবুক চ্যাট অব্যাহত রাখা যাবে। এতে বারবার লগইন ও লগআউটের ঝামেলা থেকে রেহাই পাওয়া যাবে। ‘চ্যাট হিডস ’ নামে এ অ্যাপ ফিচারে পপআপ করে চ্যাট উপভোগ করা যাবে আইফোন এবং আইপ্যাডে।

ঘরোয়া ভোক্তাদের জন্য হোম অ্যাপ তৈরির ঘোষণায় এ সেবাভুক্ত হচ্ছে ফেসবুক। অ্যানড্রইড সিস্টেমের জন্য ফেসবুক অ্যাপ থাকলেও অ্যাপল ঘরানার পণ্যের জন্য এটি নব্য সংযোজিত চ্যাট সার্ভিস।

এরই মধ্যে অ্যাপলের অ্যাপ স্টোরে এ ‘চ্যাট হিডস’ পাওয়া যাচ্ছে। তবে এ অ্যাপ পুরোপুরি কার্যকর হতে আরও কিছুটা সময় লাগবে বলে ফেসবুক সূত্র জানিয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়