Wednesday, March 20

:: সিলেটে হরতালে সংঘর্ষ : নিহত ১, আহত ২০ ::

আজ বুধবার মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়েরকে গ্রেপ্তারের প্রতিবাদে গোটা জেলায় সকাল-সন্ধ্যা এ হরতাল করছে জামায়াত। সিলেটে জামায়াতের ডাকা হরতালের মধ্যে বিশ্বনাথে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে একজন নিহত এবং ৫ পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে। পুলিশ রাবার বুলেট ও শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



হরতালেনাশকতা এড়াতে নগরজুড়ে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। র‌্যাব-পুলিশের সঙ্গে মোতায়েন রয়েছে বিজিবি ।



এদিকে নাশকতার অভিযোগে ৮ জনকে আটক করেছে পুলিশ। সকালের দিকে হরতালের সমর্থনে শিবিরকর্মীরা নগরীর শাহী ঈদগাহ এলাকায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করে।



বিশ্বনাথ থানার ওসি আবুল কালাম আযাদ জানান, সকাল পৌনে ৮টার দিকে উপজেলার কারিকোনা এলাকায় মিছিল নিয়ে পিকেটিং শুরু করে জামায়াত কর্মীরা। পুলিশ বাধা দিলে লাঠিসোটা নিয়ে তারা হামলা চালায়। এসময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। (ফেয়ার নিউজ)




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়