আল্লাহ ও মহানবী (সাঃ)কে নিয়ে কটুক্তিকারী ব্লগারদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে কানাইঘাটে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে । আজ শনিবার বিকেল ৩ টায় কানাইঘাট পূর্ব বাজারে হেফাজতে ইসলাম উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওঃ উবায়দুল্লাহ ফারুক। সংগঠনের কানাইঘাট শাখার সভাপতি মাওঃ শফিকুল হক সুরাইঘাটীর সভাপতিত্বে ও মুফতি ইবাদুর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মাওঃ নূর আহমদ কাশেমী, মাওঃ মখলিছুর রহমান, মাওঃ জয়নাল অবেদীন, মাওঃ হাবিব উল্লাহ, মাওঃ আলীম উদ্দীন, মুফতি এহছানুল্লাহ মাওঃ এবাদুর রহমান, হাফিজ জামাল উদ্দীন, মাওঃ আলতাফ উদ্দীন, আমানুর রহমান চৌধুরী, মাওঃ তাহের, শহিদুল ইসলাম, হেলাল আহমদ, মাওঃ ফারুক আহমদ, মাওঃ হিফজুর রহমান, নজির আহমদ, হাফিজ নজরুল ইসলাম প্রমূখ। সভায় বক্তারা বলেন খলিফায়ে মাদানীর উত্তরসূরী বাংলার আলিম সমাজের মধ্যমনি আল্লামা শাহ আহমদ শাফি হাটহাজারী ইসলাম ও নবী বিদ্বেষী শাহবাগী নাস্তিক ব্লগার ও মুরতাদদের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছেন তা এ দেশের হক্কানী উলামায়ে কেরাম শহীদি চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলার জমিন থেকে নাস্তিক মুরতাদদের বিতাড়িত করতে প্রস্তুত রয়েছেন। তারা ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে যারা গ্রেফতার ও নির্যাতিত হয়েছেন সেসব আলেম সমাজ ছাত্রজনতাকে অবিলম্বে মুক্তির দাবী জানান। ব্লগারদের গ্রেফতার ও গণজাগরণ মঞ্চের নামে ইসলাম বিদ্বেষী তৎপরতা বন্ধ না হলে ৬ এপ্রিল ঢাকামুখী যে লংমার্চের ঘোষণা দেওয়া হয়েছে তার মাধ্যমে এ সরকারের পতন তরান্বিত হবে। সমাবেশ শেষে হেফাজতে ইসলামের ব্যানারে কানাইঘাটের ক্বৌমিপন্থি বিভিন্ন মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও ধর্মপ্রাণ মানুষের অংশ গ্রহণে কানাইঘাট বাজারে বিক্ষোভ মিছিল বের করে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়