কৃমিনাশক ট্যাবলেট ও ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে সারাদেশে অসংখ্য শিশুর মৃত্যু হয়েছে এ গুজবটি কানাইঘাটের প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে পড়লে শিশুদের অভিভাবকরা আতংকগ্রস্থ হয়ে পড়েন। কানাইঘাটে বেশ কয়েকজন শিশু মারা গেছে গুজবের এ ডালপালা ছড়িয়ে পড়লে অসংখ্য অভিভাবকরা তাদের বাচ্চাদের নিয়ে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত মঙ্গলবার রাত থেকে ভীড় জমান। বিষয়টি জেনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসপাতালে ছুটে গিয়ে সার্বিক বিষয় তদারকী করেন। শৃঙ্খলা রার্থে হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়। কৃমিনাশক ট্যাবলেট ও ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে সারাদেশে অসংখ্য শিশু মারা গেছে এমন গুজব ছড়িয়ে পড়লে শিশুদের নিয়ে মঙ্গলবার রাত ৭টা থেকে গভীর রাত পর্যন্ত অসংখ্য শিশুদের নিয়ে নারী-পুরুষ ও উৎসুক জনতা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রচন্ড ভীড় জমান। শিশুদের বাবা মায়ের সাথে কথা বলে জানা গেছে, ওষুধ খেয়ে শিশুরা মারা যাচ্ছে এমন সংবাদ সর্বত্র ছড়িয়ে পড়লে তারা আতংক হয়ে বাচ্চাদের নিয়ে চিকিৎসার জন্য এখানে এসেছেন। কিছু অভিভাবক জানিয়েছেন, ওষুধ খেয়ে তাদের বাচ্চাদের মধ্যে তন্দ্রাচ্ছন্নতা, ডায়রিয়া, বমি এবং গায়ে জ্বর দেখা দেয়। বাচ্চাদের অভিভাবকদের নির্বাহী কর্মকর্তা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকগণ অভয় দিয়ে বলেন যে সমস্ত ঔষধ খাওয়ানো হয়েছে তা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত এবং সিঙ্গাপুরের বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন প্রাপ্ত একটি ল্যাবরেটরীতে পরীক্ষা-নিরীক্ষা করে শিশুদের উপযোগী বলে ছাড়পত্র দেওয়া হয়েছে। সুতরাং এসব ওষুধ শিশুদের জন্য ক্ষতিকর নয়। কৃমিনাশক ট্যাবলেট ও ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে শিশুরা বমি, জ্বর ভোগলে ভয়ের কোন কারণ নেই। বিষয়টি নিয়ে জনমনে আতংকের সৃষ্টি হলে নির্বাহী কর্মকর্তা মঙ্গলবার রাতেই উপজেলা সদরে ওষুধ খেয়ে শিশুরা মারা যাচ্ছে এ ধরণের গুজবে কান না দেওয়ার জন্য মাইকিং করান। আজ বুধবার হাসপাতালে এবং কমিউনিটি ক্লিনিকে অনেক অভিভাবকরা তাদের বাচ্চাদের চিকিৎসার জন্য নিয়ে যান। মঙ্গলবার রাতে ১১০জন শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। কৃমিনাশক ও ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে শিশুরা অসুস্থ হয়েছে এ ধরণের লক্ষণ ধরা পড়েনি। এর মধ্যে সাময়িক সমস্যা থাকায় মাত্র দু’জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে শিশু দুটি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে তাদের পিতামাতা বাড়ীতে নিয়ে যান। মঙ্গলবার রাত বাড়ার সাথে সাথে স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর ভীড়ও বাড়তে থাকে। এ দিকে মিথ্যা গুজবে কান না দেওয়ার জন্য জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ সকাল ১০টায় উপজেলা সভা কক্ষে নির্বাহী কর্মকর্তা এস.এম সোহরাব হোসেনের সভাপতিত্বে জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং এলাকার বিশিষ্ট লোকজনদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়