Tuesday, March 26

কানাইঘাটে ছাত্রলীগের দু’গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া

সোমবার রাতে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে  কানাইঘাট উপজেলায় ছাত্রলীগের বিবাদমান দুগ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার রাতে কানাইঘাট উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে।


স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে কানাইঘাট উপজেলা সদর সংলগ্ন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান শুরু হয়।



এসময় ফুল দেয়া নিয়ে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক গিয়াস উদ্দিন ও যুগ্ম আহ্বায়ক নাজমুর ইসলাম হারুন সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে ও উভয় পক্ষের মাঝে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এছাড়া কানাইঘাট দক্ষিণ বাজারে এসএম বস্ত্র বিতান নামের একটি কাপড়ের দোকানে ভাঙচুর করা হয়।



 তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।



কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই জানান, ফুল দেয়াকে কেন্দ্র করে বিবাদমান দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।



বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং সংঘর্ষের আশঙ্কায় উপজেলা সদর ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়