Sunday, February 10

!!কানাইঘাট থানা পুলিশের হাতে ৪ জুয়াড়ী গ্রেফতার !!

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট থানা পুলিশ গত শনিবার গভীর রাতে এক অভিযান চালিয়ে উপজেলার বড়চতুল ইউপির মুক্তাপুর গ্রামের আবুল হাসানের বাড়ীর পাশে জুয়া খেলার সময় চার পেশাদার জুয়াড়িকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত জুয়াড়িরা হল মুক্তাপুর গ্রামের আব্দুল খালিকের পুত্র কামাল (২৯) আব্দুর রবের পুত্র কুদরত উল্লাহ (২৬), আবুল হাসানের পুত্র আবুল কালাম (৩৫) এবং পর্বতপুর গ্রামের রফিকুল হকের পুত্র আমিনুল ইসলাম (৩৬)। থানার সিনিয়র সাব ইন্সপেক্টর মাসুদ পারভেজ ও সাব ইন্সপেক্টর আরিফ রাব্বানী এক অভিযান চালিয়ে এ চার জুয়াড়িকে আটক করেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় গতকাল জুয়া আইনে মামলা হয়েছে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়