Friday, February 15

!!কানাইঘাটে দোকান কর্মচারীকে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা!!

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট বাজারের মারুফ সু ষ্টোরের এক কর্মচারীকে বাড়ী যাওয়ার পথে গত বৃহস্পতিবার রাতে একদল দুর্বৃত্ত গলায় ও মুখে কান টুপি পেঁচিয়ে, হাত পা রশি দিয়ে বেঁধে মহেষপুর সড়কে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে
বাজারের মারুফ সু ষ্টোরের কর্মচারী কাজ শেষে স্থানীয় মহেশপুর গ্রামের বশির আহমদের পুত্র মাসুক আহমদ (১৭) নিজ বাড়ীতে একা ফিরছিল। মহেশপুর গ্রামের নিজাম উদ্দিনের বাড়ীর পার্শ্বে আসামাত্র এক দল দুর্বৃত্ত মাসুক আহমদকে ধরে শ্বাসরুদ্ধ করে হত্যার উদ্দেশ্যে প্রথমে তার গলায় ও মুখে কান টুপি পেঁচিয়ে এবং হাত পা বেঁধে রাস্তায় ফেলে চলে যায়। রাতে বাড়ী ফেরার পথে দুর্লভপুর গ্রামের শামীম আহমদসহ কয়েকজন ব্যবসায়ী মাসুক আহমদকে রাস্তায় পড়ে থাকতে দেখে শোর-চিৎকার দিলে আশপাশের লোকজন এবং মাসুক আহমদের পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনাটি ঐ দিন রাতেই কানাইঘাট থানা পুলিশকে অবহিত করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়