Thursday, February 21

:: কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার ইসলামী মহাসম্মেলনে লাখো মানুষের ঢল ::

নিজস্ব প্রতিবেদক:
আজ বুধবার উপমহাদেশের প্রখ্যাত ইসলামী চিন্থাবিদ আল্লামা মুশাহিদ বায়মপুরী (রাঃ) এর পূণ্যস্মৃতি বিজড়িত কানাইঘাট দারুল উলূম ও দারুল হাদিস মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনে  লাখো ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটেছে। অন্যান্য বছরের চেয়ে এবারের ইসলামী মহাসম্মেলনে ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি ছিল বেশি। উক্ত এ ইসলামী সম্মেলনে দেশ-বিদেশের প্রখ্যাত হক্কানি উলামায়ে কেরামগণ তাফসীর পেশ করেন। বার্ষিক এ ওয়াজ মাহফিলকে ঘিরে পৌর এলাকায় ঘরে ঘরে আত্মীয়-স্বজনদের মহামিলন ঘটে। দেশের দূরদূরান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ ইসলামী জলসায় দলে দলে যোগদান করে আল্লামা বায়মপুরি (রাঃ) এর মাজার জিয়ারত করতে সমবেত হন। পৌর শহরে এদিন কোটি কোটি টাকার বেচা-কেনা হয়েছে বলে ব্যবসায়ীরা জানান। বার্ষিক এ মহাসম্মেলনে প্রতি বছরই মাদ্রাসার পরিচালনার জন্য সর্বস্তরের মানুষ যার যার সাধ্যানুযায়ী দান-খয়রাতের মাধ্যমে নগদ অর্ধকোটি টাকার মতো ছদকা-খয়রাদ উঠে। এবারের বার্ষিক এ মহা সম্মেলনে মাদ্রাসায় প্রায় দেড়কোটি টাকা মূল্যের জমি প্রদান করেন সিলেট-৫ কানাইঘাট-জকিগঞ্জ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী দানবীর সমাজসেবী শিক্ষানুরাগী আ’লীগ নেতা আলহাজ্ব এম.এ.মুমিন চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরে এ দ্বীনি প্রতিষ্ঠানে প্রতিবছর লক্ষ লক্ষ টাকার আর্থিক অনুদান দিয়ে আসছেন। কোটি টাকার জমি মাদ্রাসায় দান করায় এ মাহফিলে উপস্থিত লাখো মানুষ নারায়ে তাকবীর কন্ঠে মুমিন চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় উপস্থিত জনতার পক্ষ থেকে তাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসন থেকে প্রার্থী হওয়ার জন্য অনুরোধ জানানো হয়। তিনি লাখো মানুষের এই সমর্থনের প্রতি শ্রদ্ধাবোধ জানিয়ে আগামী নির্বাচনে কানাইঘাট জকিগঞ্জের মানুষের আশা প্রত্যাশা পূরণে এবং দ্বীন ইসলামের খেদমত করার জন্য নির্বাচন করবেন বলে ঘোষণা দেন। এসময় এ মাহফিলে উপস্থিত সবাই তার প্রতি স্বাগত জানান। মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা মুহাম্মদ বীন ইদ্রিস লক্ষিপুরীর সভাপতিত্বে সহকারী শিক্ষক মাওঃ কারী হারুন রশিদের পরিচালনায় মাহফিলে তাফসীর পেশ করেন আল্লামা মুফতি মিজানুর রহমান ঢাকা,দারুল ঊলূম মাদ্রাসার শায়খুল হাদীস মাওঃ আলিম উদ্দিন দুর্লভপুরী মাওঃ ইয়াহিয়া মাহমুদ ঢাকা,মাওঃ মুফতি নুরুল হক, মাওঃ মাহমুদুল হাসান রায়গড়ী, মাওঃ নূরুল ইসলাম এল.এল.বি,মাওঃ শামসুদ্দীন দুর্লভপুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কানাইঘাট পৌর মেয়র লুতফুর রহমান,রূপালী ব্যাংকের চেয়ারম্যান ড.আহমদ আল-কবির, বিশিষ্ট সাংবাদিক এম.এ.হান্নান, সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


শেয়ার করুন

1 comment:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়