Saturday, January 5

:: কানাইঘাটে ১৩ বছরের কিশোরীর আত্মহত্যা ::

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বানীগ্রাম ইউপির বড়দেশ দক্ষিণ গ্রামে আজ শনিবার সকালে ১৬বছরের এক কিশোরী গলায় ওড়না পেচিয়ে নিজ বাড়ীর টয়লেটে আত্মহত্যা করেছে। এঘটনার খবর পেয়ে শনিবার কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় ঐ কিশোরীর লাশ উদ্ধার করে সিলেট ওমেক হাসপাতালে মর্গে প্রেরণ করেছে। জানা যায়, বড়দেশ দক্ষিণ গ্রামের নুর উদ্দিনের মেয়ে লিবিয়া বেগম (১৩) সকালে পরিবারের সকলের অজান্তে টয়লেটে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন তাকে খুঁজে না পেয়ে একপর্যায়ে টয়লেটে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে ঝুলন্ত অবস্থায় লিবিয়া বেগমের লাশ উদ্ধার করে। তবে কি কারণে লিবিয়া বেগম আত্মহত্যা করেছে তার কারণ জানা যায় নি। পরিবারের লোকজনও মুখ খুলছেন না। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়