Saturday, January 26

!! কানাইঘাটে মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত !!

নিজস্ব প্রতিবেদক:
 সিলেট-৫ কানাইঘাট জকিগঞ্জ আসনের সরকার দলীয় সংসদ সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার বলেছেন, বাংলাদেশ যেভাবে শিক্ষা, কৃষি, শিল্পক্ষেত্রে বিপ্লব সৃষ্টি হয়েছে জাতীয় স্বার্থে দুই নেত্রীর মধ্যে দুরত্ব দূর হলে শিক্ষাসহ সকল ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়নের মাধ্যমে দেশ অচীরেই একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হবে। হাফিজ আহমদ মজুমদার আজ শনিবার বিকেল ২টায় রাজাগঞ্জ সুরমা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি কানাইঘাট উপজেলা শাখার বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। কানাইঘাট মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মুফজ্জিল আলীর সভাপতিত্বে ও সচিব ফজলুর রহমানের পরিচালনায় মজুমদার আরো বলেন, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ইতিমধ্যে দেশকে নিরর মুক্ত করে নতুন প্রজন্মকে মানব সম্পদে পরিণত করার জন্য বেসরকারী ২৮হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণসহ বছরের ১ম দিনেই সকল শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে। হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে। তিনি শিক্ষকদের দুঃখ দুর্দশা প্রধানমন্ত্রী শেখ হাসিনাই উপলব্দি করেন উল্লেখ করে বলেন, তিনি শিক্ষকদের সম্মান করেন। মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকুরী জাতীয় করনের দাবীর প্রতি মজুমদার সমমর্মিতা প্রকাশ করে বলেন, আসন্ন এস.এস.সি পরীক্ষায় শিক্ষকদের দায়িত্ব পালনের অনুরোধ জানিয়ে বলেন, শিক্ষকদের চাকুরী জাতীয় করনের বিষয়টি তিনি জাতীয় সংসদে উত্তাপণ করবেন বলে আশ্বাস প্রদান করেন। উক্ত শিক্ষক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাফিজ আহমদ মজুমদার শিক্ষা ট্রাষ্টের সচিব লোকমান আহমদ চৌধুরী, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির সহসভাপতি ইউপি চেয়ারম্যান মাষ্টার ফয়জুল ইসলাম, সিলেট জেলা আ’লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মস্তাক আহমদ পলাশ, উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিষ্ট্রার ফজলুর রহমান, আ’লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম। কানাইঘাট, গোয়াইনঘাট, জৈন্তাপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, মামুন আহমদ, বিজন চন্দ্র বিশ্বাস, আব্দুল জলিল, নজরুল ইসলাম, জার উল্লাহ, এখলাছে এলাহী, বিনোদ রঞ্জন তালুকদার, সাজিদ মিয়া, মোহাম্মদ আলী, নুরুল আমিন, নালি আলী সরকার, শরিফ উদ্দিন, আফরুজা বেগম, মখলিছুর রহমান, জালাল উদ্দিন, শাহীন আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ প্রধান অতিথি হাফিজ আহমদ মজুমদারকে ফুল দিয়ে বরণ করেন। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়