Tuesday, January 22

:: চাকুরী জাতীয়করণের দাবিতে কানাইঘাটে মাধ্যমিক শিক্ষকদের স্মারকলিপি ::

নিজস্ব প্রতিবেদক:
বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে বৃহত্তর জৈন্তিয়া কেন্দ্রিয় শিক্ষক পরিষদের পক্ষ থেকে আজ মঙ্গলবার কানাইঘাট, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার কয়েকশত শিক্ষক-শিক্ষিকা মিছিল সহকারে চলমান অবিরাম ধর্মঘটের অংশ হিসেবে কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.সোহরাব হোসেনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন। স্মারকলিপি প্রদানের পূর্বে সকাল ১১টায় কানাইঘাট ডাকবাংলো প্রাঙ্গনে জৈন্তিয়া কেন্দ্রীয় শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ সর্বস্তরের শিক্ষকবৃন্দ জমায়েত হয়ে চাকুরী জাতীয়করনের দাবীতে প্রতিবাদ সভা করেন। বৃহত্তর জৈন্তিয়া কেন্দ্রীয় শিক্ষক পরিষদের আহবায়ক মামুন আহমদের সভাপতিত্বে ও বীরদল এন এম একাডেমীর প্রধান শিক্ষক জার উল্লা’র পরিচালনায় বক্তব্য রাখেন চরিপাড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুজম্মিল আলী, কানাইঘাট বাশিস’র সভাপতি মুফজ্জিল আলী, সচিব ফজলুর রহমান, গোয়াইনঘাট বাশিস’র সভাপতি সরওয়ার হোসেন, সচিব সলিমুল্লাহ,জৈন্তিয়া বাশিস’র সচিব আব্দুল জলিল,মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখলাছ-ই এলাহি, গাছবাড়ি মডার্ণ একাডেমীর প্রধান শিক্ষক মিফতাহুল বর চৌধুরী,বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মতিউর রহমান, সুরতুননেছা মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ উদ্দিন সাজু, বীরদল এন এম একাডেমী’র সহকারী প্রধান শিক্ষক মহিউদ্দিন প্রমুখ। উল্লেখ্য যে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের চাকুরী জাতীয় করনের দাবীতে এ শিক্ষক সংগঠনের উদ্যোগে ১৪ জানুয়ারী হইতে অদ্যবধি পর্যন্ত এ তিন উপজেলার সকল মাধ্যমিক স্কুলে থালা ঝুলিয়ে ক্লাস বর্জন করে শিক্ষক কর্মচারীরা অবিরাম ধর্মঘট চালিয়ে যাওয়ায় সার্বিক শিক্ষা কার্যক্রম পাঠদানে মারাত্মক ব্যাঘাত ঘটছে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়