Thursday, December 20

:: কানাইঘাটে ব্র্যাক ওয়াশের উদ্যোগে ফ্রি ল্যাট্রিন বিতরণ ::

নিজস্ব প্রতিবেদক :

ব্র্যাক ওয়াশের উদ্যোগে কানাইঘাটে বিনামূল্যে স্যানিটেশন সামগ্রী বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার ব্র্যাক ওয়াশের সহায়তায় কানাইঘাট পৌরসভার নন্দিরাই গ্রামের হত দরিদ্র ২৩টি পরিবারের মধ্যে ৬টি রিং, ১টি ঢাকনা, ১টি স্লাব এবং ল্যাট্রিন তৈরীর জন্য প্রয়োজনীয় টিনসহ ২৩টি ল্যাট্রিন তৈরীর সামগ্রী বিতরণ করা হয়। ব্র্যাক ওয়াশের উপজেলা অফিসের সামনে আয়োজিত স্যানিটেশন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি এম.এ.হান্নান, সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, সাংবাদিক আব্দুন নুর, ব্র্যাক ওয়াশ কর্মসূচীর উপজেলা সিনিয়র ম্যানেজার ফারুক আহমদ, নন্দিরাই গ্রাম ওয়াশ কমিটির সভাপতি রাশিদুল হাসান টিটু, কর্মসূচীর জুনিয়র ফিল্ড অর্গানাইজার স্বপন কুমার সিংহ, কর্মসূচীর সহকারী রিমা রানী, ছালমা বেগম প্রমুখ। স্থানীয় ব্র্যাক ওয়াশ কর্মসূচীর সিনিয়র উপজেলা ম্যানেজার ফারুক আহমদ বলেন, ইতিমধ্যে কানাইঘাট উপজেলায় ২১৭টি স্বাস্থ্য সম্মত পায়খানার নির্মাণসামগ্রী এলাকার হতদরিদ্র পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে।




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়