Thursday, December 20

:: কানাইঘাটে ছাত্রদল নেতা গ্রেফতার ॥ প্রতিবাদে মিছিল ::

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের অন্যতম নেতা আব্দুল কাদির (২২) কে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ।  বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কানাইঘাট পৌরসভার নন্দিরাই গ্রামের নিজ বাড়ীর পাশ থেকে আব্দুল কাদিরকে গ্রেফতার করা হয়। ঐ দিন বিকেলে ছাত্রদল নেতা কাদিরকে জামায়াত শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত একটি মামলার আসামী দেখিয়ে পুলিশ তাকে আদালতে সোপর্দ করে। বর্তমানে এ ছাত্রদল নেতা জেল হাজতে রয়েছে। এ দিকে কোন ধরণের মামলা ছাড়াই আব্দুল কাদিরকে গ্রেফতারের প্রতিবাদে উপজেলা ও কানাইঘাট ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ বৃহস্পতিবার বাদ মাগরিব কানাইঘাট বাজারে তার মুক্তির দাবীতে মিছিল করে। পরবর্তীতে দণি বাজারে প্রতিবাদ সভায় ছাত্রদল নেতৃবৃন্দ কানাইঘাটের শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থানকে উত্তপ্ত করার জন্য পুলিশ উদ্দেশ্যমূলক ভাবে কাদিরকে গ্রেফতার পরবর্তী তাকে মিথ্যা মামলার আসামী দেখিয়ে জেল হাজতে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা জানান।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়