Wednesday, December 5

:: কানাইঘাটে মাকে নির্যাতন করায় পুত্রের এক মাসের কারাদন্ড ::

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট সদর ইউনিয়নের ছোটদেশ গ্রামের এক পাষন্ডপুত্র কর্তৃক মাকে মারধরের ঘটনায় মোবাইল কোর্টে পুত্রকে ১মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। জানা যায়, ছোটদেশ গ্রামের শফিক আহমদের পুত্র দুই সন্তানের জনক হানিফ উদ্দিন (৪০) কর্তৃক বৃদ্ধা মা সুরাইয়া বেগম (৬৫) কে শারীরিকভাবে প্রচন্ড মারধর করে। এ ঘটনায় মা সুরাইয়া বেগম নিরুপায় হয়ে কানাইঘাট থানায় পুত্র হানিফ উদ্দিনকে আসামী করে অভিযোগ দায়ের করলে থানার ওসি আব্দুল হাইর নির্দেশে এসআই শফিক আজ বুধবার সকাল ১০টায় পাষন্ড হানিফকে নিজ বাড়ী থেকে আটক করে থানায় নিয়ে আসেন। পরে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ১ম শ্রেণির ম্যাজিষ্ট্রেট এসএম সোহরাব হোসেনের কার্যালয়ে হাজির করা হলে হানিফ ঘটনার সত্যতা স্বীকার করলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহরাব হোসেন তার কার্যালয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে হানিফ উদ্দিনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে সাজাপ্রাপ্ত হানিফকে পুলিশ জেল হাজতে প্রেরণ করে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়