Wednesday, December 26

:: উত্তরাধিকার সনদপত্র থেকে বঞ্চিত করায় কানাইঘাটে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার অভিযোগ ::

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট ৫নং বড়চতুল ইউপির চেয়ারম্যান মুবশ্বির আলী চাচাই কর্তৃক ইউনিয়নের দুর্গাপুর গ্রামের একটি মুক্তিযোদ্ধা পরিবারকে তাদের ওয়ারিশ সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার ২৬ ডিসেম্বর দুর্গাপুর গ্রামের মৃত সফর আলীর পুত্র স্থানীয় চতুল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা রশিদ আহমদ বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে ইউপি চেয়ারম্যান মুবশ্বির আলী কর্তৃক উত্তরাধীকার সনদপত্র প্রধান না করায় তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে দরখাস্ত দাখিল করেছেন। অভিযোগে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ উল্লেখ করেছেন, তার চাচা মন্তাজ আলী ২বছর পূর্বে স্ত্রী জাবেদা বিবি এবং একমাত্র মেয়ে নুুরুন নেছাকে রেখে মারা যান। চাচার কোন পুত্র সন্তান না থাকায় তাহার রেখে যাওয়া সম্পত্তি শরিয়তে পরায়েজ অনুসারে সম্পত্তির ওয়ারিশ হন। কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠান হইতে চাচার রেখে যাওয়া সম্পত্তির ওয়ারিশগণের তালিকা এনে চেয়ারম্যান মুবশ্বির আলী কর্তৃক মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সত্যায়িত করেন। আব্দুর রশিদ অভিযোগে আরো উল্লেখ করেছেন বিগত ইউপি নির্বাচনে বড়চতুল ইউপি থেকে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করায় প্রতিহিংসা বশবতী হয়ে ইচ্ছাকৃতভাবে চেয়ারম্যান মুবশ্বির আলী তাদের চাচার রেখে যাওয়া সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য ওয়ারিশগণের উত্তরাধিকার সনদ পত্র তিনি দিচ্ছেন না। কিন্তু চাচা মন্তাজ আলীর মেয়ে নুরুন নেছাকে চেয়ারম্যানের ভাতিজা আবুল হোসেন বিবাহ করায় চেয়ারম্যান উদ্দেশ্যমূলকভাবে চাচার পুরো সম্পত্তির মালিক তাদের উল্লেখ করে তার স্ত্রী জাবেদা বিবি মেয়ে নুরুন নেছার নামে উত্তরাধিকার সনদ পত্র দেওয়ায় আব্দুর রশিদ গংরা ত্যাজ্য সম্পত্তি হতে বঞ্চিত এবং তাদের পাওনা জমিজমার অংশ বর্তমানে চলমান ৩১ধারায় রেকর্ড করতে পারছেন না। এমতাবস্থায় আব্দুর রশিদ গংরা তদন্ত পূর্বক উত্তরাধীকারী সনদপত্র পাওয়ার জন্য নির্বাহী কর্মকর্তার হস্তপে কামনা করে চেয়ারম্যানের বিরুদ্ধে দরখাস্ত দাখিল করেছেন। নির্বাহী কর্মকর্তা এস.এম.সোহরাব হোসেন বিষয়টি তদন্ত পূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য উপজেলা হিসাব রণ কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দিয়েছেন। এব্যাপারে ইউপি চেয়ারম্যান মুবশ্বির আলী চাচাইর সাথে বার বার যোগাযোগ করার পরও তাকে পাওয়া যায় নি।




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়