Monday, December 10

:: কানাইঘাটে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ::

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটের ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়নের পাত্রমাটি গ্রামের ইউপি সদস্য রিয়াজ উদ্দিনের বাড়ী সংলগ্ন রাস্তা থেকে গত রবিবার রাত অনুমানিক ৩টার দিকে স্থানীয় কিছু জনতা ১০০বোতল ভারতীয় ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে কানাইঘাট থানা পুলিশের কাছে সোপর্দ করেন। গ্রেফতারকৃত ২ মাদক ব্যবসায়ীরা হলেন বিয়ানী বাজার উপজেলার ছাফা গ্রামের মৃত তজম্মুল আলীর পুত্র মানিক মিয়া (৪০), কানাইঘাট উপজেলার পশ্চিম বাউরভাগ্র গ্রামের মন্তাজ আলীর পুত্র আলিম উদ্দিন (৩৩)। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত এ দুই মাদক ব্যবসায়ী দুটি কাগজের কার্টুন নিয়ে গত রবিবার গভীর রাতে পাত্রমাটি গ্রামের একটি রাস্তা দিয়ে যাবার পথে স্থানীয় কিছু লোকজন তাদের সন্দেহ করে আটক করেন। পরে তাদের নিয়ে যাওয়া হয় ইউপি সদস্য সিরাজ উদ্দিনের বাড়ীতে। তিনি কার্টুন দু’টি খুলে ১০০বোতল ভারতীয় ফেনসিডিল দেখে পুলিশকে খবর দিলে সে এলাকায় থানার পেট্রোল ডিউটিরত একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে এ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন। পরে প্রাথমিক পুলিশি জিজ্ঞাসাবাদে দুই মাদকব্যাবসায়ী ফেনসিডিল আদান প্রদানের সাথে স্থানীয় মুকিগঞ্জ গ্রামের নিজাম উদ্দিন (৩৫), মঈন উদ্দিন ও বাউরভাগ পশ্চিমগ্রামের মখই মিয়ার পুত্র সিদ্দিক আলী জড়িত বলে জানায়। গ্রেফতারকৃতদের বিরুদ্দে গতকাল মাদক দ্রব্য আইনে থানার এ.এস.আই জুলহাস বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। থানার মামলা নং- (১১) ১০-১১-১২।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়