নানা ঘটনা-দূর্ঘটনা ও সুখ-দুঃখের মধ্য দিয়ে ২০১২সালকে বিদায় জানিয়েছে কানাইঘাটবাসী। বিদায় বছরে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কয়েকটি ঘটনার মধ্যে কানাইঘাট পৌরসভার বিষ্ণুপুর গ্রামের কন্টুরী বেগমের কন্যা সুলতানা বেগম (১৮) সন্তানের স্বীকৃতি না পেয়ে আত্মহত্যা করলে প্রশাসনকে না জানিয়ে তড়িঘড়ি করে লাশ দাফন করা হয়। সপ্তাহখানেক পর লাশ উত্তোলন করে ২৫ জানুয়ারী কানাইঘাট থানা থেকে সুলতানার আত্মহননের মামলাটি সিলেট ডিবি পুলিশে হস্তান্তর করা হয়। ১৩ জানুয়ারী উপজেলার ওজানীপাড়া গ্রামের আলোচিত মহিলা জাহানারা বেগমকে প্রতারনা ও কয়েক লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে থানা পুলিশ গ্রেফতার করে। এছাড়া জানুয়ারী মাসে উপজেলায় পর পর বেশ কয়েকটি দুধর্ষ ডাকাতি সংঘটিত হলে জানুয়ারীর শেষ সপ্তাহে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ১৪ সদস্যকে গ্রেফতার করা হয়। ১লা ফেব্রুয়ারী ইউসুফ (২৫) নামের এক যুবক আত্মহত্যা করে। ৫ফেব্রুয়ারী কানাইঘাট মনসুরিয়া কামিল মাদ্রাসার দাখিল পরীক্ষার কেন্দ্র থেকে পরীক্ষা চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক ১৮০টি মোবাইল সেট জব্দ হয়। ১২ফেব্রুয়ারী সড়কের বাজার আহমদিয়া আলিম মাদ্রাসার সুপার আব্দুস সামির অপসারণের দাবীতে এলাকাবাসী ও মাদ্রাসার ছাত্রদের মধ্যে সংঘর্ষে আহত হয় ২৫জন। ২২ ফেব্রুয়ারী কানাইঘাট উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল বাছিত সিলেট রেল ষ্টেশনের নিকটে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নির্যাতনের দায়ে আবুল কালাম (২২) নামের এক বখাটেকে ২৩ফেব্রুয়ারী ভ্রাম্যমান আদালত কর্তৃক ৪মাসের কারাদন্ড প্রদান হয়। ৮মে লালারচক গ্রামের নুর উদ্দিনের বাড়ী থেকে পরিত্যক্ত অবস্থায় আমেরিকান রিভলভার উদ্ধার করে র্যাব-৯। ১০মে উপজেলা লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বড়চাতল পশ্চিম গ্রামের ছয়ফুল হক (৪২) কে নৃশংসভাবে খুন করে একই গ্রামের মখন মিয়ার পুত্র আব্দুল আলিম কংগ্রেস। ১৮মে কানাইঘাট থানা পুলিশের হাতে উপজেলার কুখ্যাত ডাকাত নিজ দলইকান্দি গ্রামের সাহাব উদ্দিন ওরফে ফকির ডাকাত (৩৭) গ্রেফতার হয়। একই দিনে মাদক সেবনের দায়ে নাজিম উদ্দিন নামে ২৮বছরের এক যুবককে ভ্রাম্যমান আদালত কর্তৃক ১০দিনের কারাদন্ড প্রদান করা হয়। ২৬ মে উপজেলার ১নং লক্ষিপ্রসাদ ইউনিয়নের লক্ষীপুর গ্রামের হতদরিদ্র ঘরের ১২বছরের এক কিশোরীকে একই গ্রামের আব্দুল আজিজের পুত্র মালিক উদ্দিন ধর্ষণ করলে থানায় মামলা দায়ের করা হয়। ৩০জুন এক কলেজ ছাত্রীকে উত্যাক্ত করায় কাওছার আহমদ খছরু (২০) নামে এক বখাটেকে ভ্রাম্যমান আদালত কর্তৃক ৪০দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান হয়। ১৪জুন কানাইঘাট থানা পুলিশ কর্তৃক উপজেলার মিকিরপাড়া গ্রামের রোস্তম আলীর মেয়ে ৭ম শ্রেণীর ছাত্রী শারমিন আক্তারের বাল্য বিবাহ পন্ড করে। একই দিনে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক কর্তৃক স্কুল ছাত্র হুমায়ুন রশিদ অপহরনের ঘটনায় ছোটদেশ গ্রামের স্কুল শিক্ষক ছাদ উল্লাহ মাষ্টার, একই গ্রামের ছয়ফুর রহমান নাজিম উদ্দিন এবং জকিগঞ্জ উপজেলার নয়াগ্রামের জয়নাল আবেদীনকে যাবৎ জীবন কারাদন্ড প্রদান করা হয়। ২৫জুন উপজেলা সীমান্তবর্তী সোনাতন পুঞ্জি গ্রামে বিরোধপূর্ণ ভূমির দখল নিয়ে প্রতিপক্ষের হাতে সিলেট মদন মোহন কলেজের একাউন্টস বিভাগের মাষ্টার্স ফাইন্যাল বিভাগের ছাত্র এবং সিলেট আইডিয়্যাল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক বখতিয়ার আহমদ মুমিন (২৭)কে নৃশংসভাবে খুন করে প্রতিপক্ষ। ২৬জুন পারিবারিক কলহের জের ধরে ভাতিজাদের হাতে সোনাপুর গ্রামের বৃদ্ধ ফয়জুল হক হকাই (৭০) খুন হয়। পরকীয়া সম্পর্কের জের ধরে ২০০৮ সালের ১১অক্টোবর দিঘীর পাড় ব্রাহ্মণ গ্রামের মাদ্রাসা শিক্ষক আবু তাহেরকে নিজ স্ত্রী মনোয়ারা বেগম (৪০) ও সৎ ভাই আব্দুর রহমান কর্তৃক খুন করার দায়ে গত ১৮জুন সিলেটের নারী শিশু নির্যাতন ট্রাইবুন্যালের বিচারক কর্তৃক স্ত্রী মনোয়ারাকে যাবৎ জীবন এবং সৎ ভাই আব্দুর রহমানকে ফাঁসির আদেশ প্রদান করা হয়। ১২সেপ্টেম্বর যুক্তরাজ্য শাখা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমদের সংবর্ধনাকে কেন্দ্র করে যুবলীগের দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় কানাইঘাট গাছবাড়ী বাজারে স্থানীয় প্রশাসন ১৪৪ধারা জারি করে। ২৪সেপ্টেম্বর সীমান্তের ১৩৩৬নং মেইন পিলারের নিকট বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে দুই বাংলাদেশী কাটুরিয়াকে গুলিবিদ্ধ করে বি.এস.এফ। জমি সংক্রান্ত জের ধরে ২৭ সেপ্টেম্বর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মীর মোঃ আব্দুল্লাহ কর্তৃক উপজেলা সার্ভেয়ার নুরুল ইসলাম ও চতুল ভূমি অফিসের তহশীলদার মতিউর রহমান লাঞ্চিত হলে থানায় মামলা দায়ের করা হয়। সেপ্টেম্বর মাসের শেষ দিকে দুই বহিরাগত মহিলা কানাইঘাটের ভূঁয়া নাগরিকত্ব সনদপত্র দিয়ে প্রাইমারী শিক্ষক নির্বাচিত হলে এলাকায় তোলপাড় শুরু হয়। ১২অক্টোবর জৈন্তাপুর মডেল থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার আসামী কানাইঘাটের সীমার বাজারে ধরতে এসে জৈন্তা ও কানাইঘাট থানা পুলিশ স্থানীয় জনতার হামলার শিকার হয়। এতে পুলিশের ২কনস্টেবল আহত হন। এসময় হত্যা মামলার আসামীকে হাতকড়াসহ ছিনতাই করে নিয়ে যায় জনতা। ১৫অক্টোবর কানাইঘাট থানা পুলিশের হাতে উপজেলার বাউরভাগ গ্রামের কুখ্যাত ডাকাত কালা মিয়া (৫০) ও তার পুত্র মিজানুর রহমান (২০) গ্রেফতার হয়। ২২অক্টোবর উজান ভারাপৈত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন একটি ভবনের একাংশের পাঁকা ভাঙার সময় চাপা পড়ে ৩শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘটে। ৩ নভেম্বর কানাইঘাট পৌরসভার শিবনগর হাওরে বাউল গানের আসরকে কেন্দ্র করে জিহাদ আহবানকারীদের হাতে নৃশংসভাবে খুন হয় নিরীহ আব্দুল মালিক এবং আহত হন ১৫জন। উপজেলার বীরদল ভাড়ারীফৌদ গ্রামের এক পাষন্ড মা তার মেয়ে ৪র্থ শ্রেণীর ছাত্রী নাজিয়া আক্তারকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বকভাবে বাল্য বিবাহ দিলে ৯নভেম্বর মা পারভীন বেগমকে গ্রেফতার করে থানা পুলিশ। ২২নভেম্বর জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কানাইঘাট পৌরসভার নিজ চাউরা দক্ষিণ গ্রামের আপন ভাই ও ভাতিজার লাঠির আঘাতে ৭০বছরের বৃদ্ধ আজিজুল হক চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ৩০নভেম্বর কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারীতে সরকারী ভূমি খোড়ে পাথর উত্তোলনের ঘটনায় এবং সরকারের ৩০ল টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগে আলোচিত পাথর ব্যবসায়ী হাজী আব্দুল মালিকসহ ৪০জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে কানাইঘাট থানা পুলিশ। ১লা ডিসেম্বর কানাইঘাট বাজারে একই সময়ে কানাইঘাট পৌর আ’লীগ ও উপজেলা জামায়াতে ইসলাম পাল্টাপাল্টি সমাবেশ ডাকলে স্থানীয় প্রশাসন পৌর এলাকায় ১৪৪ধারা জারি করে। ১৭ডিসেম্বর উপজেলার ৩নং দিঘীরপাড় ইউপির দোয়ারামাটি গ্রামে হাসের ধান খাওয়াকে কেন্দ্র করে আপন পুত্র সেলিম আহমদের হাতে গুরুতর আহত পিতা আব্দুল হান্নান আখলিছ মিয়া (৬০) চিকিৎসাধীন অবস্থায় ২৫ডিসেম্বর সিলেট ওমেক হাসপাতালে মৃত্যু বরণ করেন।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়