Monday, December 31

!! কানাইঘাট নৈশ্যপ্রহরী কর্তৃক নতুন বছরের পাঠ্যবই সরানোর সময় ধরা পড়ার অভিযোগ !!

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট মাধ্যমিক শিক্ষা অফিসের নৈশ্যপ্রহরী রফিক আহমদ কর্তৃক নতুন বছরের মাধ্যমিক স্কুলের বিনামূল্যে বিতরণকৃত পাঠ্যবই একটি ভ্যানযুগে পাঠ্যবই বিতরণ কেন্দ্র কানাইঘাট মনসুরিয়া কামিল মাদ্রাসা থেকে গতকাল অন্যত্র সরানোর অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, নতুন বছরের প্রথম দিনে মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণকৃত বই গতকাল মনসুরিয়া কেন্দ্র থেকে বিভিন্ন মাধ্যমিক স্কুল ও মাদ্রাসায় পাঠানো হয়। এক পর্যায়ে বেলা অনুমান দেড় টায় মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী হাবিব আহমদ ও ফিরোজ আহমদ এবং মাদ্রাসার কয়েকজন শিক্ষক মনসুরিয়া মাদ্রাসা সংলগ্ন একটি চায়ের দোকানে নাস্তা করতে যান। এরই ফাঁকে নৈশ্যপ্রহরী রফিক আহমদ একটি ভ্যান এনে নতুন বই ভর্তি করে অন্যত্র চুরির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী সহ কয়েকজন শিক্ষক মনসুরিয়া মাদ্রাসা পয়েন্টে বই ভর্তি ভ্যানটি আটক করে বইগুলো কেন্দ্রে নিয়ে আসেন। এ সময় ভ্যানের মালিক তাদেরকে জানায় রফিক আহমদ বইগুলি তার ভ্যানে তুলেন। তবে নৈশ্য প্রহরী রফিক আহমদ বইগুলো চুরির উদ্দেশ্য নয়, মাধ্যমিক শিক্ষা অফিসে পাঠানোর উদ্দেশ্যে ভ্যানে তোলা হয়েছিল। স্থানীয় অফিস পাড়ার লোকজন জানিয়েছেন, রফিক আহমদের চরিত্র ভালো নয়। সে কানাইঘাট মাধ্যমিক শিক্ষা অফিসে নৈশ্য প্রহরী পদে চাকুরী করলেও বিভিন্ন সময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণা করে থাকে। পূর্বে শিক্ষা কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে একটি বিয়ে করলে নারী নির্যাতন মামলায় দীর্ঘদিন হাজত বাস করে। তাকে কানাইঘাট থেকে অন্যত্র বদলীর আবেদন জানিয়েছেন স্থানীয় লোকজন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়