Thursday, November 8

অবৈধ যান আর নয়: যোগাযোগ মন্ত্রী

মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা এবং শ্যালো ইঞ্জিনচালিত নসিমন-করিমন চলাচল বন্ধে পরিবহন মালিক-শ্রমিকদের দাবির মধ্যে আজ বৃহস্পতিবার তিনি বলেন আগামী দুই মাসের মধ্যে সারাদেশে সড়ক ও মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হল।



আজ সকালে আকস্মিক পরিদর্শনে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের নারায়ণগঞ্জ বিআরটিএ কার্যালয়ে আসেন। তিনি সেখানে সাংবাদিকদের বলেন, �ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক শত শত ইজিবাইক চলছে। এসব দেখে মনে হচ্ছে, এখানে ইজি বাইকের কারখানা আছে।�

নারায়ণগঞ্জ প্রশাসনকে এই বিষয়ে সজাগ হওয়ার পাশাপাশি সারাদেশে অবৈধ সব যান চলাচল বন্ধের নির্দেশ দেন মন্ত্রী।

বার বার সড়ক উপদেষ্টা কমিটি, সড়ক নিরাপত্তা কমিটিতে নসিমন, করিমন ও ভটভটি না চলতে দেয়ার সিদ্ধান্ত হলেও তা কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। বিআরটিএ�র কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করে কাদের বলেন, �বিআরটিএ অপকর্ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে।



�রাতারাতি দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়। তবে গত ১১ মাসে ঘন ঘন সারপ্রাইজ ভিজিট ও শাস্তির দেয়ার কারণে বিআরটিএর দুর্নীতি ও অনিয়ম ৫০ শতাংশে কমিয়ে আনা সম্ভব হয়েছে।�



বিআরটিএ কার্যালয়ে আসার আগে মন্ত্রী ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাগলা বাজার এলাকায় নামেন। সেখানে তিনি বিভিন্ন যানবাহনের কাগজপত্র পরীক্ষা করে দেখেন। সেখান থেকে সরাসরি বিআরটিএ নারায়ণগঞ্জ সার্কেল অফিসে আসেন। মন্ত্রী আবুল বাশারকে দেখে প্রশ্ন করেন, �তুমি এখানে কেন? আবার এখানেও দুর্নীতি শুরু করেছ? ইকুরিয়া থেকে সদ্য বদলি হয়ে আসা মোটর যান পরিদর্শক। পরে তিনি বিআরটিএ�র চেয়ারম্যানকে ফোন করে আবুল বাশারকে নারায়ণগঞ্জের মতো গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন। মন্ত্রী বাশারকে অন্য স্থানে বদলির নির্দেশও দেন।ফেয়ার নিউজ




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়