Thursday, November 1

১৮ দলের আন্দোলন তীব্র হচ্ছে: ফখরুল

বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ইস্যু, সরকার পরিচালনায় ব্যর্থ, দুর্নীতিসহ নানা বিষয়ে সরকারের বিরুদ্ধে ১৮ দলের আন্দোলন তীব্র থেকে আরও তীব্রতর হচ্ছে।


তিনি বলেন, বিএনপির আন্দোলনে জনসম্পৃক্ততা বাড়ছে। দাবি মানা না হলে বিএনপি নির্বাচনে অংশ নেবে না,জনগণও নেবে না।বিএনপির নেত্রী খালেদা জিয়ার ভারত সফর সম্পর্কে মির্জা ফখরুল বলেন, এ সফর দেশের সাথে ভারতের সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করেছে।ডেসটিনি ও হলমার্ক কেলেঙ্কারি সম্পর্কে সরকারের উচ্চ পর্যায়ের সম্পৃক্ততা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেন। এর আগে তিনি ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত চ্যানেল আইয়ের প্রতিনিধি এটিএম সামসুজ্জোহাকে দেখতে যান এবং তার চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করেন।ফেয়ার নিউজ




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়