Sunday, October 7

মাওলানা আহমদ হুসাইন আতহারী আর নেই

নাদিয়াতুল কোরআন বোর্ড কানাইঘাট শাখার সভাপতি,মুশাহিদিয়া ক্বেরাত প্রশিক্ষণ বোর্ডের সাধারণ সম্পাদক,জমিয়তে উলামা বাংলাদেশ চতুল শাখার সভাপতি হযরত মাওঃ আহমদ হুসাইন আতহার(চতুলী) আর নেই। আজ বিকেল ৪ টার দিকে তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি.........রাজিউন)। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্য জনিত রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৩ ছেলে,৩ মেয়ে নাতি-নাতনিসহ আতœীয়স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজ আজ রাত ৯ টায় চতুল ঈদগাহ প্রাঙ্গনে অনুষ্টিত হয়।



মাওঃ আহমদ হুসাইন আতহারী সিলেট জেলার কানাইঘাট উপজেলার বড় চতুল ইউনিয়নের সরুফৌদ গ্রামের এক দ্বীনদার,সুসিতি,অভিজাত পরিবারে ১৩৪২ বাংলা মোতাবিক ১৯৩৬ ইং সনে জন্মগ্রহণ করেন। তিনি যথাক্রমে সবাহী মক্তব,দরগাহপুর এম.ভি স্কুল,চতুল ইদগাহ মাদ্রাসায় লেখাপড়া করে দারুল উলুম কানাইঘাট মাদ্রাসায় আলীয়া পাঞ্জমে ভর্তি হন। অতঃপর ১৩৬৬ বাংলায় উচ্চ শিা লাভের জন্য দারুল উলুম দেওবন্দ গিয়ে ভর্তি হন। দু,বছর যেতে না যেতেই বারত বিভক্তির সময় সরকার কর্তৃক বহিরাগত ছাত্রদের উপর হয়রানিমূলক মামলা ও নির্যাতন শুরু হয়। বাধ্য হয়ে পড়া-শুনা অসম্পূর্ণ রেখেই আসামের শিলচরে চলে আসেন। নিতাই পুকুরি মসজিদে জমিয়তে উলামায়ে হিন্দের তত্বাবধানে একটি ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্টা করেন। সেখানে দু,বছর তালিমী খেদমত আঞ্জাম দিয়ে বাড়ি প্রত্যাবর্তন করেন। অতঃপর ৭০ টি মক্তব নিয়ে গঠিত আঞ্জুমানে মঈনুল ইসলামের সেক্রেটারীর দায়িত্ব পালনের পাশাপাশি মাতলাউল উলূম মাদ্রাসার মুহতামিম হিসেবে এক বছর অধিষ্টিত ছিলেন। পরে ১৩৯৩ বাংলা থেকে ১৪১৫ বাংলা পর্যন্ত সুদীর্ঘ ২২ বছর যাবৎ চতুল ঈদগাহ মাদ্রাসার এহতেমামীর দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। তিনি আজীবন লিখনী ও কবিতার মাধ্যমে সর্বাধিক দূর্নীতির বিরুদ্বে জিহাদ করে আসছিলেন। তিনি ইসলামী শিক্ষার উৎকর্ষ সাধনের জন্য সার্বণিক নিবেদিত প্রাণ ছিলেন।
কানাইঘাট লেখক ফোরামের শোক:
মাওলানা আহমদ হুসাইন আতহারীর
মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেটের কানাইঘাট লেখক ফোরামের সভাপতি মাহবুবুর রশিদ,সহ-সভাপতি জামাল উদ্দিন,কাওছার আহমদ, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম,যুগ্ন সাধারণ সম্পাদক রুমান আহমদ, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম,সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম বাবুল,অর্থ সম্পাদক ফয়সল আহমদ চৌধূরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সালেহ মোঃ মাছুম,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম,সমাজ কল্যাণ সম্পাদক জাহিদ হাসান,ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জাবেদুল ইসলাম,কার্যনির্বাহী সদস্য মাছুমা বেগম,আহসান হাবিব, আব্দুল্লাহ আল নোমান,সাদিক হোসেন ও হাবিব উল্লাহ প্রমুখ। তারা এক যুক্ত বিবৃতিতে মরহুমের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।



শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়