Saturday, October 27

ঈদকে নির্বাচনী প্রচারণায় কাজে লাগাবে ১৮ দল

জাতীয় সংসদ নিবার্চন আর বছর খানেক পর। ১৮ দলীয় জোটের নেতারা আসন্ন ঈদকে তাই নির্বাচনী প্রচারণায় কাজে লাগাতে চান। বিরোধী দল বিএনপিসহ জোট নেতাদের অনেকেই রাজধানী ঢাকা ও গ্রামের বাড়ি দু�জায়গাতেই ঈদ করবেন। এ জন্য অধিকাংশ নেতাই এ বছর কোরবানির গরুর সংখ্যা বাড়িয়ে দিয়েছেন। কারণ, গরীর ও অসহায় মানুষকে গোস্ত বিতরন করবেন তারা।

মাংস বিতরণের মধ্যেই রাজনীতিকরা এবছর দু�টি কাজ হাছিল করতে চান। একটি হচ্ছে আল্লাহর সান্নিধ্য লাভ করা ও গরীব অসহায় মানুষকে পক্ষে আনা।

১৮ দলীয় জোট নেত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রতি বছরের মতো এবারো ঈদের দিন ইস্কাটনের লেডিস ক্লাবে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

একই সঙ্গে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গেও তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর গুলশানের ৭৯ নম্বর রোডের এক নম্বর বাড়িতে আ�ীয়-স্বজনের সঙ্গে সময় কাটাবেন তিনি। ঈদের পরের দিন ২৮ অক্টোবর সাত দিনের সফরে ভারত যাবেন খালেদা জিয়া। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার উত্তরার বাসায় ঈদ করবেন। ইস্কাটনের লেডিস ক্লাবে দলের চেয়ারপারসনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন।

তিনি গ্রামের বাড়িতে ঈদ করতে না পারলেও কোরবানি দিচ্ছেন নিবার্চনী এলাকায়। ঈদের পরে তার ঠাকুরগাঁও যাওয়ার কথা রয়েছে।দলের স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সস্ত্রিক হজ পালনের জন্য সৌদি আরবে রয়েছেন। ঈদের দিন সেখানেই কাটবে তার। তিনি দেশে ফিরে গ্রামের বাড়িতে যাবেন। গ্রামের বাড়িতে কোরবানি দেবেন মোশাররফ।স্থায়ী কমিটির সদস্য ড. আরএ গনি, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ, মির্জা আব্বাস, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান ঢাকার নিজ নিজ বাসায় ঈদ করবেন। তারা ঈদের দিন তাদের নিবাচর্নী এলাকার নেতা-কর্মী ছাড়াও ঢাকায় অবস্থানরত কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম যশোরে নিজ বাড়িতে ঈদ করবেন। তিনি তার এলাকার নেতা কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে ওই দিনই ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন। ঈদের পরের দিন তিনি বিএনপি চেয়ারপারসনের ভারত সফরের সঙ্গী হিসেবে ভারত যাবেন।

সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে চিকিৎসাধীন থাকায় গত কয়েকটি ঈদ সেখানেই কাটছে তার। বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা গুলশান আজাদ মসজিদে ঈদের নামাজ পড়বেন বলে জানান।

এ ছাড়াও দলের ভাইস চেয়ারম্যান বিচারপতি টিএইচ খান, শাহ মোয়াজ্জেম হোসেন, সেলিমা রহমান, এম মোরশেদ খান, শমসের মবিন চৌধুরী, রাবেয়া চৌধুরী, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সৈয়দা রাজিয়া ফয়েজ, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, চৌধুরী কামাল ইবনে ইউসুফসহ অনেকেই ঢাকায় ঈদ করবেন। অনেকেই ঈদের পরের দিন গ্রামের বাড়িতে যাবেন। কোরবানি দেবেন। ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা মীর মুহাম্মদ নাসির উদ্দিন চট্টগ্রামে ঈদ করবেন বলে জানান। চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি হজে গেছেন।

জেলে আটক রয়েছেন ১৮ দলীয় জোটের বেশ কয়েকজন নেতা। তাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন পিন্টু, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের ঈদ জেলখানায়ই কাটছে এবার। ১৮ দলীয় জোটের শরিক দল জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আযম, বর্তমান আমির মতিউর রহমান নিজামী, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা, এটিএম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর এবারের ঈদ কাটবে জেলাখানায়।

জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান ঢাকায় ঈদ করবেন। সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুজিবুর রহমান ঈদ করবেন রাজশাহীতে ও মিয়া গোলাম পরওয়ার খুলনায়। পাবনা শহরের কাছে মধুপুর মাদ্রাসা ময়দানে ঈদের নামাজে ইমামতি করবেন ১৮ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের আমির মওলানা মুহাম্মদ ইসহাক।

ইসলামী ঐক্যজোটের আমির মুফতি ফজলুল হক আমিনী ঈদের নামাজ পড়বেন ঢাকার লালবাগের মাদ্রাসা ময়দানে। তার দলের মহাসচিব আবদুল লতিফ নেজামী নামাজ পড়বেন তার নিজ জেলা নরসিংদীর শিবপুর উপজেলার মুন্সেফেরচর ঈদগাহ মাঠে।ফেয়ার নিউজ




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়