Sunday, October 14

হত্যা মামলার আসামী ধরতে গিয়ে জৈন্তাপুর ও কানাইঘাট থানা পুলিশ আক্রান্ত

নিজাম উদ্দিনঃ
আজ শনিবার অনুমান সাড়ে ৬টার দিকে জৈন্তাপুর মডেল থানায় দায়েরকৃত অজ্ঞাতনামা একটি হত্যা মামলার সন্দেহভাজন আসামী ধরতে এসে কানাইঘাটের সীমার বাজারে জৈন্তাপুর ও কানাইঘাট থানা পুলিশ স্থানীয় জনতার হাতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এঘটনার খবর পেয়ে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই এ রিপোর্ট লেখা পর্যন্ত বিপুল সংখ্যক পুলিশ নিয়ে সীমার বাজারে অবস্থান করেছিলেন। স্থানীয় লোকজনের হামলায় জৈন্তাপুর থানার দুই পুলিশ কনস্টেবল যথাক্রমে ইসমাইল, কুরশেদ ও বাদী পরে আমিনুল হকসহ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে গুরুতর আহত পুলিশ কনস্টেবল মোঃ ইসমাইল (২২)কে সিলেট ওমেক হাসপাতালে পাঠানো হয়েছে। জানা যায়, প্রায় মাস খানেক পূর্বে জৈন্তাপুর উপজেলার সেনগ্রামের মুবশ্বির আলী(৪৬)কে কে বা কারা হত্যা করে কানাইঘাট উপজেলার জৈন্তাপুর সীমান্তের পাবিজুরী নদীর পীরের বাড়ীর পার্শ্বে ফেলে রেখে যায়। এ ঘটনায় নিহতের আত্মীয় স্বজনরা জৈন্তাপুর থানায় বাদী হয়ে অজ্ঞাতনামা লোকজনদের আসামী করে হত্যা মামলা (নং- ১৩) ১৯-৯-১২ দায়ের করেন। গতকাল জৈন্তাপুর থানার এ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা কানাইঘাট থানা পুলিশের সহায়তায় সীমার বাজারে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযান চালিয়ে মামলার সন্দেহভাজন আসামী কানাইঘাট উপজেলার আগতালুক গ্রামের তজম্মুল আলীর পুত্র আব্দুল মুতলিব (৩৮) কে গ্রেফতার করে পুলিশ। এসময় বাজারের অবস্থানরত স্থানীয় কিছু লোকজন আব্দুল মুতলিবকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে জানতে চাইলে পুলিশের সাথে জনতার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মুতলিবের আত্মীয় স্বজনরা পুলিশের কাছ থেকে তাঁকে ছিনিয়ে নেয়। পুলিশ তাঁকে পুনরায় গ্রেফতার করতে চাইলে পুলিশের সাথে জনতার সংঘর্ষ বেঁধে যায়। এতে পুলিশের দু’সদস্য সহ স্থানীয় কিছু লোকজন ইটপাটকেলের আঘাতে আহত হন। এব্যাপারে জৈন্তাপুর থানার ওসি আব্দুল জলিলের সাথে কথা হলে তিনি বলেন, আমার থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার সন্দেহজনক আসামীকে পুলিশ গ্রেফতার করতে গেলে দুবৃত্তরা পুলিশের উপর আক্রমন চালিয়ে আহত করে আসামীকে ছিনিয়ে নেয়। এদিকে কানাইঘাট থানার ওসি আব্দুল হাইর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আসামী ধরতে গিয়ে পুলিশের উপর যারা হামলা চালিয়েছে তাদের গ্রেফতারের জন্য জোর তৎপরতা চলছে।






শেয়ার করুন

1 comment:

  1. abdul hai saheb aponi edanig aktu beshi bara bary kortechen,oshohay manusderke jele dukiye thaka banur je fandi kujtechen. ta kintu hite biporit hoye jabe. kothati soron rakhben

    ReplyDelete

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়