কানাইঘাট উপজেলার সড়কের বাজারে অটোরিক্সা শ্রমিক-মালিক সমিতির ম্যানেজারকে মারধরের ঘটনায় গতকাল জকিগঞ্জ-সিলেট রাস্তা ৪ ঘন্টা অবরোধ করে রাখে অটোরিক্সা শ্রমিক-মালিক সমিতির চালকরা। শ্রমিকরা তাদের উপর হামলাকারীদের গ্রেফতার ও মামলা প্রত্যাহারের দাবীতে সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত শ্রমিক-মালিক সমিতির নেতৃবৃন্দ সড়ক অবরোধ করে রাখলে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে কানাইঘাট থানার এসআই মাসুদ পারভেজ ও আশরাফের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী ও মালিক সমিতির সহ-সভাপতি খলিল ফারুকীকে সাথে নিয়ে এক বৈঠকে বসেন। বৈঠকে অটোরিক্সা শ্রমিক-মালিক সমিতির নেতৃবৃন্দের উপর থেকে পুলিশ মামলা প্রত্যাহারের আশ্বাস দিলে বেলা ১১টার দিকে সড়ক অবরোধ তুলে নেয় বিােব্ধ শ্রমিকরা। জানা যায়, গত বৃহস্পতিবার অটোরিক্সা চালক শাহজাহান ও স্ট্যান্ডের ম্যানেজারের মধ্যে কথা কাটাকাটির জের ধরে এক পর্যায়ে দু’পরে মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সংঘর্ষের ঘটনায় মালিক সমিতির পে ফয়জুর রহমান বাদী হয়ে ১৩ জনকে আসামী করে কানাইঘাট থানায় একটি মামলা দায়ের করেন। পাল্টাপাল্টি হামলায় উভয় পরে বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে দুজনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় থানায় পাল্টাপাল্টি দুটি মামলা দায়ের করা হলে পুলিশ এফআইআর করে। এ ঘটনায় শ্রমিক-মালিক সমিতির মনোনীত অটোরিক্সা চালক এবং অপর চালক শাহজাহানের সমর্থিতদের মধ্যে উত্তেজনা চলছে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়