Friday, September 7

ছাত্রদলের নবগঠিত কেন্দীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে গাছবাড়ী কলেজ ছাত্রদলের মিছিল সমাবেশ

জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি আব্দুল কাদের ভুইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, সিনিয়র সহ-সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ, সাংগঠনিক সম্পাদক রাজিব আহসান ও ১ম যুগ্ম সম্পাদক ওবায়দুল হক নাসিরকে অভিনন্দন জানিয়ে আজ বৃহস্পতিবার মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গাছবাড়ী আইডিয়্যাল কলেজ শাখা । কলেজ ছাত্রদল নেতা তোফায়েল আহমদের সভাপতিত্বে, ছাত্রদল নেতা আশিকুর রহমান আশিকের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা ছাত্রদল নেতা,কলেজ ছাত্রদলের অন্যতম নেতা আবুল হাসনাত সাজ্জাদ। অন্যান্যদের বক্তব্য রাখেন মাসুম আহমদ,রেজওয়ানুল করিম,জসিম উদ্দিন,শাহীন আহমদ,নাঈম,শুলেমান আহমদ,আশিক আহমদ,মাহতাব আহমদ,সুহেব আহমদ,রহিম উদ্দিন,শিপার আহমদ,জাকরিয়া,নজরুল ইসলাম,রুবেল আহমদ,নোমান,মাহফুজ,জিনুক,শাহিন,জামাল,লিমন,ইকবাল,জাফর,সুলেমান,মামুন,খোকন প্রমূখ। মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা ছাত্রদলের ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে কেন্দ্রীয় কমিটি গঠন করায় বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান,ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। পাশাপাশি নবগঠিত কমিটির নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্রদল বর্তমান ফ্যাসিষ্ট আওয়ামী দুঃশাসন বিরোধী আন্দোলনে রাজপথে আরো অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়