Thursday, September 6

!!রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা!!কানাইঘাটে ছাত্রলীগের দুইগ্রুপের সশস্ত্র মহড়া!!

কানাইঘাটে গত কয়েকদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুইগ্রপের মধ্যে উত্তেজনার জের ধরে গত বুধবার রাত ৮টা থেকে শুরু হয়ে ১টা পর্যন্ত কানাইঘাট বাজারে দুই গ্র“পের সশস্ত্র মহড়ায় উপজেলা সদরে উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষ এড়াতে গত বুধবার রাত থেকে গতকাল পর্যন্ত কানাইঘাট বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম হারুন সমর্থিত সিলেট তালতলাস্থ গ্র“পের ছাত্রলীগ নেতা মারুফ আহমদকে টিলাগড় গ্র“প সমর্থিত উপজেলা ছাত্রলীগের আহবায়ক গিয়াস উদ্দিন গ্র“পের কয়েকজন ছাত্রলীগ কর্মী অভ্যন্তরীণ বিরোধ নিয়ে হামলার চেষ্টা করে। এ নিয়ে উভয় গ্র“পের নেতাকর্মীদের মধ্যে গত ৪ দিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। গত বুধবার রাত ৯টায় তালতলাস্থ গ্র“প সমর্থিত নাজমুল ইসলাম হারুনের নেতৃত্বাধীন ছাত্রলীগের নেতাকর্মীরা কানাইঘাট বাজারে সশস্ত্র মহড়া দেয়। রাত সাড়ে ১১টা পর্যন্ত এ গ্র“পের নেতাকর্মীরা দণি বাজারে অবস্থান নেয়। মহড়ার সময় ছাত্রলীগের অনেক নেতাকর্মীদের হাতে দেশীয় অস্ত্র ও রামদা শুভা পাচ্ছিল। এর জের ধরে উভয় গ্র“পের নেতাকর্মীদের মধ্যে মারাত্মক উত্তেজনার সৃষ্টি হয় এবং বাজারে আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল হুসাইনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ বাজারের বিভিন্ন গলিতে অবস্থান নিতে দেখা যায়। বাজারে আতংক ছড়িয়ে পড়লে অনেক ব্যবসায়ী দোকানপাট বন্ধ করে দেন। এক পর্যায়ে রাত সাড়ে ১২টায় টিলাগড় গ্র“প সমর্থিত ছাত্রলীগের ৩০/৩৫ জন নেতাকর্মী পাল্টা কানাইঘাট বাজারে ঢুকে সশস্ত্র মিছিল বের করে। মিছিলকারীদের হাতে রড ও ধারালো রামদা ছিল। এ গ্র“পের নেতাকর্মীরা তালতলা গ্র“পের নেতাকর্মীদের খুঁজতে থাকলে এ গ্র“পের নেতাকর্মীরা এসময় বাজারে ছিলেন না। এক পর্যায়ে পুলিশ তাদের তাড়িয়ে দেয়। রাত ১টা পর্যন্ত এ উত্তেজনা বিরাজ করছিল। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে গতকাল দিনভর কানাইঘাট বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘবদ্ধভাবে ছাত্রলীগের দুই গ্র“পের কোন নেতাকর্মীদের তৎপরতা দেখা যায়নি। ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জানিয়েছেন উপজেলা ছাত্রলীগের কমিটির মেয়াদ অনেক আগেই উত্তীর্ণ হয়েছে। সামনে নতুন কমিটি গঠন করা হবে এ নিয়ে টিলাগড়, তালতলা ও কাশমীর গ্র“প সমর্থিত ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা নিয়ে পুরনো আভ্যন্তরীণ বিরোধ নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়