Saturday, September 22

হযরত মুহাম্মদ(স:)কে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রচারের প্রতিবাদে কানাইঘাটে বিভিন্ন সংগঠনের মিছিল-সমাবেশ

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ইহুদীচক্র কর্তৃক আমেরিকা ও ফ্রান্সে ব্যঙ্গার্তক চলচ্চিত্র এবং কার্টুন নির্মাণের প্রতিবাদে কানাইঘাটে বিভিন্ন ধর্মীয় রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে বিক্ষোভে মিছিল ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত রয়েছে। আজ শনিবার কানাইঘাট বাজারে জমিয়তে উলামায়ে ইসলাম ও মনসুরিয়া কামিল মাদ্রাসার উদ্যোগে পৃথক বিােভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা ২টায় মনসুরিয়া মাদ্রাসার ছাত্র-শিকরা প্রতিষ্ঠান থেকে এক মিছিল বের করেন। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদণি শেষে কানাইঘাট দণি বাজারে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়। অপর দিকে বাদ আছর জমিয়তে উলামায়ে ইসলামের উদ্যোগে এক বিােভ মিছিল কানাইঘাট পূর্ব বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন গলি প্রদণি শেষে পূর্ব বাজার ডাক বাংলোয় প্রতিবাদ সমাবেশ হয়। জমিয়তের সমাবেশে ইঙ্গ-মার্কিন ইহুদী খ্রিষ্টানচক্র কর্তৃক বিশ্বনবী ও শান্তির ধর্ম ইসলামকে নিয়ে কুরুচিপূর্ণ চলচ্চিত্র প্রদর্শন নিষিদ্ধ এবং এর সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়। সমাবেশে বক্তব্য রাখেন জমিয়তের কানাইঘাটের উপদেষ্টা মাওঃ শফিকুল হক, জমিয়তের সহ-সভাপতি মাওঃ ফজলুর রহমান, জমিয়ত নেতা মুফতি এবাদুর রহমান, মাওঃ খলিল আহমদ, মাওঃ ফারুক আহমদ, মাওঃ জালাল আহমদ, মুফতি এহসান উল্লাহ, মাওঃ নজির আহমদ, মাওঃ তাহির আহমদ, মাওঃ নজরুল ইসলাম, মাওঃ হেলাল আহমদ, মাওঃ মুহিউদ্দিন, মাওঃ সিরাজুল হক প্রমুখ। অপর দিকে মনসুরিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দণি বাজারে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক ভাইস প্রিন্সিপাল মাওঃ ইলিয়াস, ভাইস প্রিন্সিপাল মাওঃ খলিলুর রহমান, মাওঃ হুসন আহমদ, মাওঃ সাইফুল আলম, মাওঃ জামাল উদ্দিন, মাষ্টার মিছবাহুল ইসলাম, মাদ্রাসা ছাত্র রশিদ আহমদ, ইকবাল হোসেন, শাকের আহমদ প্রমুখ। এছাড়া গত কয়েকদিন থেকে বিভিন্ন ইসলামী দলের উদ্যোগে কানাইঘাট বাজার, গাছবাড়ী বাজার ও সড়কের বাজারে সভা-সমাবেশ অব্যাহত রয়েছে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়