Thursday, September 20

!!কানাইঘাটে মসজিদে ইমাম নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ আহত ৭!!

কানাইঘাট উপজেলার একটি মসজিদে গ্রামবাসীর মতামতকে উপক্ষা করে মোতাওয়াল্লী প্রভাব খাটিয়ে জামায়াত পন্থী ঈমাম নিয়োগকে কেন্দ্র করে দু’টি গ্র“পের মধ্যে রক্তয়ী সংঘর্ষে ৭জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার উপজেলার দিঘীরপাড় জামে মসজিদে। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াতের সিলেট জেলা উত্তরের আমীর মাওলানা আনোয়ার হোসেন খান দীর্ঘদিন থেকে মসজিদ কমিটির মোতাওয়াল্লীর দায়িত্ব পালন করে আসছেন। এসময় তিনি গ্রামের মুসল্লীদের আপত্তি থাকা সত্ত্বেও একতরফা ভাবে প্রভাব খাটিয়ে মসজিদে জামায়াতপন্থী ইমাম নিয়োগসহ মসজিদের যাবতীয় কাজকর্ম পরিচালনা করছিলেন। এতে গ্রামের মুসল্লী ও মোতাওয়াল্লীর মধ্যে বিরোধ দেখা দেয়। উক্ত বিরোধটি নিরসনের জন্য বুধবার বেলা ২ ঘটিকায় স্থানীয় দিঘীরপার জামে মসজিদ প্রাঙ্গণে এক সালিশ বৈঠক ডাকা হয়। উক্ত বৈঠকে ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বৈঠকে আলাপ আলোচনার এক পর্যায়ে মুতাওয়াল্লী গ্র“পের লোকজন হঠাৎ চড়াও হয়ে দা, লাঠি-সোটা, শেল-সুলফি নিয়ে উপস্থিত গ্রামবাসীর উপর আক্রমণ চালিয়ে সাতজনকে জখম করে এবং পরে মামলার বাদী আতিকুর রহমানের বসত বাড়ীতে ইট পাটকেল কিপে করে বসত ঘরে ব্যাপক ভাঙ্গচুর চালায়। এ সময় তারা ঘরে অনধিকার প্রবেশ করে মহিলাদের শ্লীলতাহানী ঘটিয়ে আলমিরা ভেঙ্গে ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে বাদী এজাহারে উল্লেখ করেন। সংঘর্ষে আহতরা হলেন, দিঘীরপার গ্রামের নিজাম উদ্দিন, আব্দুস সুবুর, মুসলেহ উদ্দিন, মখলিছুর রহমান, আতিকুর রহমান, জাকির হোসেন ও জামাল উদ্দিন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কানাইঘাট থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদের মধ্যে নিজাম উদ্দিনের জখম গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ সরজমিন তদন্ত করেছে। এ ব্যাপারে গ্রামবাসীর পে আতিকুর রহমান বাদী হয়ে জামায়াতের উত্তর জেলা আমীর মাওলানা আনোয়ার হোসেন খানকে প্রধান আসামী করে ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৮/১০ জনকে আসামী করে কানাইঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-১৯, তাং-১৯/০৯/১২ই।





শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়