Saturday, September 15

মহানবী (সঃ) কে অবমাননা করে চলচিত্র নির্মাণের প্রতিবাদে কানাইঘাটে জমিয়তে উলামাসহ বিভিন্ন সংগঠনের বিক্ষোভ মিছিল

আমেরিকার একটি চলচিত্রে মহানবী হযরত মোহাম্মদ (সঃ) কে অবমাননা করে চলচিত্র নির্মাণ করার প্রতিবাদে কানাইঘাটে জমিয়তে উলামা এবং বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলকারীরা অবিলম্বে মহানবী (সঃ)কে অবমাননা করে চলচিত্র নির্মাণকারী পরিচালক এবং তাদের দূসর ইহুদী, খ্রিষ্টান নাস্তিক মুর্তারদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং চলচিত্রটি নিষিদ্ধ ঘোষণার দাবী জানিয়েছেন। তা না হলে সারা বিশ্বের মুসলমানদের মধ্যে যে ক্ষোভ উত্তেজনা বিরাজ করছে তার দায় দায়িত্ব আমেরিকার সরকারকে বহন করতে হবে বলে হুশিয়ার উচ্চারণ করেন। আজ শনিবার বিকেল ২টায় জমিয়তে উলামার উদ্যোগে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শত শত মাদ্রাসার ছাত্রদের উদ্যোগে কানাইঘাট বাজারে এক বিক্ষোভ মিছিল ও পরবর্তী পূর্ব বাজারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, জমিয়তে উলামার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কারী হারুনুর রশিদ, জমিয়ত নেতা মাওঃ শফিকুর রহমান, মাওঃ আব্দুল্লাহ শাকির, মাওঃ বদরুল হাসান, মাওঃ ইসলাম উদ্দিন, রশিদ আহমদ, মাওঃ নজরুল ইসলাম, মাওঃ আব্দুল শুকুর প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়