
মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ বলেন, লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শূন্য পদের বিপরীতে ১২ হাজার ৭০১ জনকে নিয়োগ দেওয়া হচ্ছে।
তিনি জানান, এদের জেলাওয়ারি তালিকা জেলা শিক্ষা অফিসে পাঠানো হবে। এবার প্রথমবারের মত শিক্ষক পুল গঠন করে সেখানে শিক্ষক নিয়োগের জন্য প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বলে জানান তিনি।
গত ২৪ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় নয় লাখ সাত হাজার ৯২৬ জন প্রার্থী অংশ নেন। এর মধ্যে ৪৪ হাজার ৬০৯ জনকে মৌখিক পরীক্ষায় ডাকা হয়। খবর:-ফেয়ার নিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়