Thursday, August 16

মুক্তি পেলেন জামায়াত নেতা আজহার

প্রায় ১১ মাস পর জামায়াতের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজাহারুল ইসলাম জামিনে মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
এর আগে গত ১৪ আগস্ট তার মুক্তির আদেশ কারাকর্তৃপক্ষের কাছে পৌঁছে।
কিন্তু বুধবার পর্যন্ত কারাকর্তৃপক্ষ তাকে মুক্তি না দেয়ায় বৃহস্পতিবার দুপুর ২টায় দলটি এ বিষয়ে উদ্বেগ জানিয়ে কারা ফটকে একটি সংবাদ সম্মেলন করে।
সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য হামিদুর রহমান আজাদ এমপি বলেন, ‘‘গত ১৪ আগস্ট দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজাহারুল ইসলামের মুক্তির আদেশ কারাকর্তৃপক্ষের কাছে পৌঁছেছে। কিন্তু এখনও তাকে মুক্তি না দিয়ে বেআইনীভাবে আটক রাখা হয়েছে। এটি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন এবং আদালত অবমাননার শামিল।’’
গত বছরের ১৯ সেপ্টেম্বর দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে সংবাদ সম্মেলন করে বাসায় ফেরার পথে গ্রেফতার হন এই জামায়াত নেতা।এদিকে জানা গেছে, রাজধানীতে তার বাসা ঘিরে রেখেছে পুলিশ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়