Friday, July 27

জনতা ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, আটক ১৬

জনতা ব্যাংক লিমিটেডের নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রসহ ১৬ জনকে করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ঢাকার সিদ্দিক বাজারের একটি হোটেল থেকে বৃহস্পতিবার রাত ৩ টায় প্রশ্নপত্রসহ তাদেরকে আটক করা হয়। আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন কেন্দ্রে সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়েছে। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুভেচ্ছা হোটেলে বিশেষ অভিযান চালিয়ে ১৬ জনকে হাতে লেখা একটি প্রশ্নপত্রের অনুলিপিসহ তাদেরকে আটক করা হয়েছে। এই প্রশ্নপত্রে মোট ১০০টি প্রশ্ন ছিল।পরীক্ষা শেষ হওয়ার পর উদ্ধার করা প্রশ্নপত্র জনতা ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন কি না, তা বোঝা যাবে। আটক ব্যক্তিরা এখন র‌্যাবের হেফাজতে আছেন। পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে মিল পাওয়া সাপেক্ষে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য,গত ৯ ফেব্র�য়ারি ৪৩৭টি পদ পুরণে একটি জাতীয় দৈনিকে নিয়োগ বিজ্ঞপ্তিটি পরকাশ করা হয়। আবেদনের শেষ তারিখ ছিল ১৫মার্চ� ২০১২। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ২য় শ্রেণী/ সমমান সিজিপি, ৪ বছরের স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর ডিগ্রী এবং অন্যান্য একাডেমিক পরীক্ষার যে কোনো ২টি তে প্রথম বিভাগ প্রাপ্তরা এ পদে আবেদন করেন। খবর:-ফেয়ার নিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়