Tuesday, July 3

মালয়েশিয়ায় অগ্নিদগ্ধ হয়ে পাঁচ বাংলাদেশির মৃত্যু!

মালয়েশিয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে পুড়ে সোমবার রাতে পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মন্টু কুমার বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, �আমরা ঘণ্টাখানেক আগে দুর্ঘটনার খবর পেয়েছি। মালয়েশিয়ার জহরু বারু এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ ঘটনা ঘটেছে বলে আমরা জেনেছি। এর মধ্যে আমাদের একজন প্রতিনিধিকে সেখানে পাঠানো হয়েছে।�মন্টু কুমার বিশ্বাস আরও বলেন, �আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, পাঁচজন মারা গেছেন। আহত দুজন হাসপাতালে আছেন। তবে আমরা এখনো এ বিষয়ে নিশ্চিত নই।�এদিকে মালয়েশিয়ায় বাংলাদেশি সাপ্তাহিক প্রবাসী কণ্ঠের সম্পাদক গৌতম রায় বলেন, তিনি প্রবাসীদের মাধ্যমে পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন। খবর:-ফেয়ার নিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়