Sunday, June 24

ফ্রান্সকে হারিয়ে সেমিফাইনালে স্পেন

জাবি আলোনসোর জোড়া গোলে প্রথমবারের মতো ফ্রান্সকে হারিয়ে ইউরো ২০১২ এর সেমিফাইনালে ওঠেছে স্পেন। প্রতিযোগিতামূলক ফুটবলে এই প্রথম ফ্রান্সকে ২-০ ব্যবধানে হারালো বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এবার সেমিফাইনালে তাদের মুখোমুখি হতে হবে ইউরোপের ব্রাজিল বলে খ্যাত পর্তুগালের।কোয়ার্টার ফাইনালের শক্তিমত্তায় দুই ভারসাম্যপূর্ণ দল স্পেন ও ফ্রান্স মুখোমুখি। এত বড় ম্যাচে দু�দলের স্কোয়াডে প্রথম একাদশে নেই আগের ম্যাচের স্কোয়াড। স্পেন দলে ফার্নান্দো তোরেসের বদলে যেমন সেস ফ্যাব্রিগাস তেমনি ফ্রান্স দলে সামির নাসরির বদলে ফ্লোরেন্ত মালুদা।তবে ফ্রান্সের বিপক্ষে স্পেন দলের দাপটের কারণ তাদের টিকিটাকা ফুটবল । নান্দনিক পাসিং ফুটবলে মুগ্ধ রাখা স্পেনকে তাই লিডে পেতে বেশি অপেক্ষা করতে হয়নি ফ্রেঞ্চদের বিপক্ষে।১৯ মিনিটে আলবার পাস থেকে দলকে এগিয়ে রাখেন রিয়াল স্টার শাবি আলোনসো।ম্যাচে ফ্রান্সকে ফেরাতে স্পেন শিবিরে পাল্টা আক্রমণ করে লঁরা ব্লাঁর শিষ্যরা। ৩২ মিনিটে ইয়োহান কাবায়ের ফ্রি কিক থেকে নেয়া শট প্রতিহত করে ফ্রান্সকে সমতায় ফিরতে দেন নি ইকার ক্যাসিয়াস।ভাগ্যটা ফ্রান্সের বড় খারাপই বলতে হবে। ম্যাচের দ্বিতীয়ার্ধেও সমান আক্রমণ করেও স্পেনের জালে বল জড়াতে ব্যর্থ হয় তারা।ফ্রান্সকে ম্যাচে ফেরাতে ফ্রাঙ্ক রিবেরির জ্বলে উঠা দরকার ছিল। কিন্তু তাকেও হতাশ করেন ক্যাসিয়াস।প্রতিপক্ষের দুর্বল ফিনিশিংয়ে সুযোগে নিজেদের আক্রমণে এগিয়ে রাখতে ভুল করেনি স্পেন। তেমনি এক স্প্যানিশ আক্রমণে ডি বক্সের ভেতর পেড্রোকে অ্যান্থনি রিভেইলা বাজে ট্যাকেল করলে পেনাল্টি স্পটের সুযোগ পায় দেল বস্কের শিষ্যরা।স্পটকিকে দলের ব্যবধান দ্বিগুণ করে নিজের শততম ম্যাচকে স্মরণীয় করে রাখলেন শাবি আলোনসো। আর এ গোলের মধ্য দিয়ে ফ্রান্সের বিপক্ষে জয়টা নিশ্চিত করে ক্যাসিয়াস বাহিনী।আগামী ২৭ জুন রোনাল্দোর পর্তুগালের বিপক্ষে ফাইনালে উঠার লড়াইয়ে নামবে ক্যাসিয়াসের স্পেন।সুত্র:-ফেয়ার নিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়