Tuesday, June 19

শামসুজ্জামান জামানের মুক্তির দাবী জানিয়েছেন কানাইঘাট বিএনপি নেতৃবৃন্দ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সিলেট মহানগর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শামসুজ্জামান জামানকে ষড়যন্ত্রমূলক মামলায় কারারুদ্ধ করার তীব্র নিন্দা এবং তার নিঃশ্বর্ত মুক্তির দাবী জানিয়েছেন, কানাইঘাট উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সারাদেশে বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা হয়রাণী মূলক মামলার ধারাবাহিকতায় সিলেটের আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ জাতীয়তাবাদী আদর্শের লড়াকু সৈনিক শামসুজ্জামান জামানকে মিথ্যা মামলায় করারুদ্ধ করা হয়েছে। অবিলম্বে তাকে সরকার মুক্তি না দিলে বৃহত্তর সিলেটে বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দূর্বার আন্দোলন গড়ে তুলবে বলে, হুশিয়ার উচ্চারণ করা হয়। নেতৃবৃন্দ আজকের অর্ধদিবস হরতাল পালনের জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। বিবৃতি দাতারা হলেন, কানাইঘাট-জকিগঞ্জ বিএনপি’র প্রধান সমন্বয়কারী চাকসুর সাবেক আপ্যায়ন সম্পাদক মামুনুর রশিদ মামুন, কানাইঘাট উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আহমদ সিদ্দিকী দুদু মিয়া, পৌর বিএনপি’র সভাপতি ইফজালুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক নুরুল হোসেন বুলবুল, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান শমসের আলম, সাবেক ইউপি চেয়ারম্যান হামিদুল হক, ৮নং ঝিংগাবাড়ী ইউপি চেয়ারম্যান রফিক আহমদ চৌধুরী, ৯নং রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান ডাঃ মানিক মিয়া, ৭নং বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান আলতাফ উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিম বিএ, মখলিছুর রহমান মেম্বার, পৌর কাউন্সিলার শরিফুল হক, শরিফ উদ্দিন, হাজী জসিম উদ্দিন, মাষ্টার হোসেন আহমদ, মোহাম্মদ আলী মেম্বার, আলমাছ উদ্দিন মেম্বার, আজিজুল হক, আজির উদ্দিন ভেড়া, নজরুল ইসলাম রুকন, ইসলাম উদ্দিন মেম্বার, আব্দুল মালিক মেম্বার, তোতা মিয়া মেম্বার, রফিক আহমদ মেম্বার, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মন্নান, যুগ্ম আহ্বায়ক সাজ উদ্দিন সাজু, মামুন রশিদ, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক মোঃ জাকারিয়া, যুগ্ম আহ্বায়ক, এবাদুর রহমান লালই, তমিজ উদ্দিন, সেলিম উদ্দিন, জাফর আহমদ, থানা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি রাশিদুল হাসান টিটু, সাধারণ সম্পাদক আব্দুল করিম শাহীন, সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন শামীম, পৌর ছাত্রদলের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রুহুল আম্বিয়া, কানাইঘাট ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কয়সর আলম, সাংগঠনিক সম্পাদক করিম চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রোমান সিদ্দিকী, ইসলাম উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়