ব্র্যাকওয়াশ কানাইঘাটের উদ্যোগে নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত পায়খানা ও স্বাস্থ্যবিধি পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর একদিনের এক কর্মশালা সম্প্রতি কানাইঘাট ৪নং সাতবাঁক ইউনিয়ন কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। সাতবাঁক ইউপির চেয়ারম্যান মাস্টার ফয়জুল ইসলামের সভাপতিত্বে ব্র্যাকওয়াশ কর্মসূচির আওতায় অত্র ইউনিয়নে এ সম্পর্কিত অবহিতকরণ সভায় ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ব্র্যাক ওয়াশ কানাইঘাটের পিও হাফিজুর ও মোস্তফা যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন। সভায় ব্র্যাকওয়াশের কর্মসূচির বিস্তারিত তথ্য সেবা তুলে ধরে বক্তব্য রাখেন উক্ত কর্মসূচির উপজেলা সিনিয়র ম্যানেজার ফারুক আহমদ, ইউপি সদস্য শফিকুল হক তোতা, নোমানী প্রমুখ। পর্যায়ক্রমে ব্র্যাকওয়াশ কর্মসূচির অবহিতকরণ সভা উপজেলা ৯টি ইউনিয়নে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়