Monday, February 6

কানাইঘাট দাখিল পরীক্ষার কেন্দ্র থেকে ১৮০টি মোবাইল সেট জব্দ

কানাইঘাট দাখিল পরীক্ষা কেন্দ্র সচিবের কক্ষ থেকে ১৮০ টি মোবাইল সেট জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সোহরাব হোসেন। এ নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জানা যায়, আজ সোমবার কানাইঘাট মনসুরিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে দাখিলের হাদীস বিষয়ের পরীক্ষা ছিল। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের পূর্বে কেন্দ্র পরিদর্শকরা পরীক্ষার্থীদের দেহ তল্লাশী করে ১৮০ টি মোবাইল সেট উদ্ধার করে কেন্দ্র সচিবের কক্ষে জমা রাখেন। নির্বাহী কর্মকর্তা এসএম সোহরাব হোসেন গতকাল পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনের সময় কেন্দ্র সচিবের কক্ষে রাখা মোবাইল সেটগুলো তার নজরে পড়লে তিনি জব্দ করে তার কার্যালয়ে নিয়ে আসেন এবং প্রতি মোবাইল সেটে ১হাজার টাকা করে জরিমানা দিয়ে ফেরত নেওয়ার জন্য কেন্দ্র সচিব অধ্যক্ষ আতাউর রহমানকে বলেন। নতুবা যেসব পরীক্ষার্থীরা কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করেছে তাদেরকে বহিস্কার করা হবে বলে নির্বাহী কর্মকর্তা কেন্দ্র সচিবকে জানান। পরীক্ষা শেষে কেন্দ্র সচিবসহ অন্যান্য শিক্ষকরা জব্দকৃত মোবাইল সেটগুলি জরিমানা ছাড়া পরীক্ষার্থীদের ফেরত দেওয়ার জন্য নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করলেও তিনি মোবাইল সেটগুলো ফেরত দেন নি। মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা পরিচালনা সংক্রান্ত— নীতিমালা ২০১২ সালের দাখিল পরীক্ষার জন্য নির্দেশিকার ৩২ অনুচ্ছেদের ১৯নং কলামে মোবাইলে sms এর মাধ্যমে কোন কিছু লেখা থাকলে তা পরীক্ষার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কিত হলে কর্তব্যরত কক্ষ প্রর্যবেক্ষক তার বিরুদ্বে শাস্তি—মূলক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করার বিধান থাকলেও পরীক্ষা হলের বাহিরে কেন্দ্র সচিবের কক্ষে বন্ধ করে রাখা পরীক্ষর্থীদের মোবাইল সেট জব্ধ বিষয়টি বিধি সম্মত হয়নি বলে কেন্দ্র সচিব আতাউর রহমান জানান। এব্যাপারে নির্বাহী কর্মকর্তা এসএম সোহরাব হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কেন্দ্রের ভিতরে পরীক্ষর্থীদের মোবাইল নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ প্রবেশ পত্রে এ সংক্রান্ত— নিয়মাবলী রয়েছে। তারপরও পরীক্ষর্থীরা কেন্দ্রের ভিতরে মোবাইল সেট নিয়ে প্রবেশ করায় ১৮০টি মোবাইল সেট জব্দ করা হয়েছে। জরিমানা দিয়ে অবশ্যই সেটগুলো ফেরত নিতে হবে। এছাড়া নির্বাহী কর্মকর্তা গতকাল একই দিনে কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয় এস.এস.সি পরীক্ষা কেন্দ্র থেকে ৪টি এবং গত ২ ফেব্র“য়ারী ২৬টি মোবাইল সেট জব্দ করে পরে ফেরত দেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত— জরিমানা না দেওয়ায় পরীক্ষার্থীদের মোবাইল সেটগুলো ফেরত দেন নি নির্বাহী কর্মকর্তা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়