Saturday, January 7

জকিগঞ্জে ১ম ফাহিম আল ইসহাক চৌধুরী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

জকিগঞ্জে ১ম ফাহিম আল ইসহাক চৌধুরী বৃত্তি পরীক্ষা অনুষ্টিত হয়েছে। শুক্রবার সকাল নয়টা থেকে দুপুর বারটা পর্যন্ত মোট আটটি প্রাথমিক বিদ্যালয়ের ১৬৯ জন শিক্ষার্থীকে নিয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে শিশুরা এ পরিক্ষায় অংশগ্রহন করে। পরীক্ষাচলাকালীন সময় কেন্দ্র পরিদর্শন করেন বৃত্তী পরিক্ষার উদ্যোক্তা ব্রিটিশ পাইলট সমাজসেবী ক্যাপ্টেন ফাহিম আল ইসহাক। প্রধান অতিথির বক্তব্যে তিনি শিশুদের উদ্দ্যেসে বলেন, সময়টা এখন নিজেকে গড়ে তোলার । উচ্চ শিক্ষার লক্ষ্য সবাই কে অনেক দূর যেত হবে। কোন অবস্থাতেই তোমাদের এ শিক্ষা যেন আর বন্ধ না হয়। তোমাদের সামনে সপ্নময় পৃথিবী। সবাইকে শিক্ষার আলো নিয়ে সপ্ন বাস্তাবায়ন করতে হবে। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, ঘুনে ধরা সমাজব্যাবস্থা, যার অষ্টেপৃষ্টে জরিয়ে আছে দূর্নীতি। এখন থেকে শিশুদের সুশিক্ষায় গড়ে তুলতে হবে। তাহলে একদিন এ সমাজ দূর্নীতি ও সন্ত্রাসের রাহু মুক্ত হবে। ভবিষ্যতে এ পরিক্ষা পুরো জকিগঞ্জ উপজেলায় যাতে অনুষ্ঠিত হয় সে জন্য সবার সহযোগিতা চাচ্ছি। পরীক্ষা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মো: মাহমুদুল হক, ১ নং বারহাল ইউপির চেয়ারম্যান তালুকদার মিসবাউজ্জামান, বৃত্তি কমিটির সচিব বালিটেকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক রওসন আরা, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুর ওয়াহেদ, মো: ইউসুফ, অশীষ কুমার তরফদার, নিউ জেনারেসন আউডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাজহারুল হক ও ইউপি সদস্য ছালিকুর রহমান সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়

নোটিশ :   কানাইঘাট নিউজ ডটকমে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক