Sunday, January 1

অংক শেখানোর নতুন কৌশল উদ্ভাবনে ব্রিটেনে সিলেটি শিক্ষকের কৃতিত্ব

মাহবুবুর রশিদ:

ব্রিটেনে ডিজিটাল পদ্ধতিতে অংক শেখানোর সহজ ও নতুন কৌশল আবিষ্কার করে আলোড়ন সৃষ্টি করেছেন সিলেটি শিক্ষক শোয়েবুর রহমান। বাংলাদেশের মতো ব্রিটেনের স্কুলে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা সব বিষয়ে ভাল রেজাল্ট করলেও অংকে বেশ দুর্বল।
বিলিয়ন পাউন্ড খরচ করেও অংকে কাঙ্কিত ফল না পাওয়ায় সেখানকার শিক্ষা মন্ত্রণালয় বেশ চিন্তিত। অংকে ছাত্র-ছাত্রীরা যাতে ভাল রেজাল্ট করতে পারে সে লক্ষ্যে আইটি নির্ভর করে সহজ পদ্ধতিতে অংক শেখার নতুন পদ্ধতি উদ্ভাবনের জন্য মহাপরিকল্পনা গ্রহণ করেছে ব্রিটেনের শিক্ষা মন্ত্রণালয়। এ পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে আসে চীনের লিকাসিং ফাউন্ডেশন । পরিকল্পনাটি কিভাবে বাস্তবায়ন করা যায় এজন্য ব্রিটেনের নয়টি স্কুলকে বেছে নিয়ে এসব স্কুলের অংক বিভাগের শিক্ষকদেরকে সহজ ও সুন্দর আইটি নির্ভর পদ্ধতি উদ্ভাবনের দায়িত্ব দেওয়া হয়। গণিত শিক্ষকরা টেকনোলজি নির্ভর নানা ফর্মুলা ও কলাকৌশল উদ্ভাবন করে শিক্ষা মন্ত্রণালয়ে উপস্থাপন করেন। অংশগ্রহনকারী নয়টি বিদ্যালয়ের গণিত শিক্ষকদের মধ্যে পূর্ব লন্ডনের কিংসফোর্ড সেকেন্ডারি স্কুলের শিক্ষক শোয়েবুর রহমান অন্যতম একজন । তিনি বাংলাদেশী বংশদ্ভূত বৃটিশ নাগরিক সিলেটের কানাইঘাট উপজেলার কৃতিসন্তান। তার উদ্ভাবিত গণিত শেখানোর টেকনোলজি নির্ভর সহজ পদ্ধতিটি বৃটেনের শিক্ষা মন্ত্রণালয়ে সমাদৃত হয়েছে। বৃটিশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের এ মহাপরিকল্পনাটি বাস্তবায়নে বাংলাদেশী গণিত শিক্ষকের কৃতিত্ব সারা বিশ্বে বাংলাদেশের গৌরভ ও সুনাম বৃদ্ধি করেছে। গত ৯ ডিসেম্বর ২০১১ খোদ ব্রিটিশ শিক্ষামন্ত্রী মাইকেল গর্ভ এমপি ছুটে আসেন পূর্ব লন্ডনের কিংস ফোর্ড সেকেন্ডারি স্কুলে। মন্ত্রী ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোয়ান ডেসল্যান্ডেস ও গণিত বিভাগের প্রধান সুয়েবুর রহমানকে নিয়ে। তারা শোয়েবের আবিষ্কৃত পদ্ধতি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করেন। শিক্ষামন্ত্রী নিজে শোয়েবুর রহমানের প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনেন ও নোট লিখেন এবং বারবার তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, অংক শিক্ষায় অনাগ্রহী শিক্ষার্থীরা এ সহজ এবং চিত্তাকর্ষক পদ্ধতিতে ক্লাসে আরও আগ্রহী হয়ে অংক শিক্ষা গ্রহণ করবে। ডিজিটাল মেথর্ডস প্রকল্পটি সব ছাত্র-ছাত্রীকে আরও উৎসাহিত করবে এ শিক্ষায় ভালো ফল করতে। শোয়েবুর রহমান সিলেট জেলার কানাইঘাট উপজেলার বায়মপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম ড:সাজ্জাদুর রহমান ও মাতা জাহানার বেগম রেবা। ছোট বেলায় বায়মপুর মক্তব ও বায়মপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করেন। তারপর কানাইঘাট উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন। ১৯৮৭ সালে লন্ডন এসে জিসিএসই এ-লেভেল করেন। তিনি লন্ডন ইউনিভার্সিটি থেকে অংকে অনার্স এবং মাস্টার্স করেন। শিক্ষকতা পেশায় যোগ দেয়ার আগে তিনি পিজিসি ডিগ্রি সম্পন্ন করেন। ১৯৯৭ সালে গণিত শিক্ষক হিসেবে যোগ দেন বামটন মেনার সেকেন্ডারি স্কুলে । টানা ১০ বছর ছাত্র-ছাত্রীদেরকে সেখানে গণিত শিক্ষা দেন । পরে গণিতের বিভাগীয় প্রধান হয়ে ২০০৫ সালে যোগদান করেন পূর্ব লন্ডনের কিংসফোর্ড সেকেন্ডারি স্কুলে । আর এ স্কুল থেকেই তার সাফল্যের শতকলা পুর্ণ হল। শিক্ষকতা ছাড়াও অংক নিয়ে তার অনেক গবেষণা মূলক কাজ রয়েছে। আমরা আশাবাদী শোয়েবুর রহমান ভবিষতে তার পেশায় আরো সাফল্য অর্জন করে বাংলা ভাষাভাষী মানুষের সুনাম বৃদ্ধি করবেন।

শেয়ার করুন

3 comments:

  1. জাকির হোসেন,ঝিংগাবাড়ীJanuary 1, 2012 at 10:48 PM

    নিজের এলাকার সংবাদটি পড়ে খুবই খুশি হলাম

    ReplyDelete
  2. রহিম লস্কর,জকিগজ্ঞJanuary 1, 2012 at 10:49 PM

    আমাদের গর্ব

    ReplyDelete

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়